১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
৭৫’র অবসর বার্তা!

‘এবার ঝোলা গুটানোর সময় এসে গেছে’ ,মোহন ভাগবতের ইঙ্গিতে কংগ্রেসের খোঁচা

ইমামা খাতুন
  • আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 315

পুবের কলম, ওয়েব ডেস্ক: ‘ম্যায় তো ফকির আদমি হু, ঝোলা লেকে চল পড়েঙ্গে’—এই উক্তি বহুবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে, বিশেষ করে কংগ্রেসের পরিবারতন্ত্রকে কটাক্ষ করতে গিয়ে। এবার সেই ‘ঝোলা’ শব্দই ফিরে এল, তবে মোদির বিরুদ্ধে ব্যবহার করল কংগ্রেস। ঘটনার সূত্রপাত আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে নিয়ে।

 

আরও পড়ুন: সোনম ওয়াংচুকের গ্রেফতারিতে ক্ষোভ, বিজেপিকে আক্রমণ উদ্ধব ঠাকরের

৭৫ বছর বয়সে অবসর—এটি বিজেপির অঘোষিত নিয়ম। অতীতে এই নিয়মের জেরে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশি, যশবন্ত সিং প্রমুখ নেতাদের ‘মার্গদর্শক মণ্ডলী’তে স্থানান্তরিত করা হয়েছে। এবছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদির ৭৫ বছর পূর্ণ হবে। ফলে এই নিয়েই রাজনৈতিক জল্পনা বহুদিন ধরেই তুঙ্গে। যদিও বিজেপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মোদিই পূর্ণ মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

 

আরও পড়ুন: বেশি অপরাধ বজরং, আরএসএস-এর, বলেও সিদ্ধারামাইয়া নির্দোষ কোর্টে

তবু সেই জল্পনাকে যেন নতুন করে উসকে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি বলেন,“যখন ৭৫ বছর বয়সে কেউ আপনাকে উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে নেবেন—আপনার থেমে যাওয়ার সময় এসেছে। কাজের জায়গা অন্যকে ছেড়ে দিতে হবে।”

 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য নরেন্দ্র মোদির উদ্দেশেই ইঙ্গিতপূর্ণ বার্তা। কারণ, ভাগবত নিজেও এ বছর ৭৫ পূর্ণ করছেন এবং সংঘের বিধান অনুযায়ী তাঁকেও দায়িত্ব ছাড়তে হতে পারে।

 

এই পরিস্থিতিতে কংগ্রেসও হাতছাড়া করেনি সুযোগ। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেন,

“বেচারা প্রধানমন্ত্রী! বিদেশ থেকে গুচ্ছ সম্মান নিয়ে ফিরলেন, আর দেশে ফিরেই এমন অপমান! সংঘপ্রধান তাঁকে মনে করিয়ে দিলেন, যে ১৭ সেপ্টেম্বর তাঁর ৭৫ বছর পূর্ণ হচ্ছে।”

 

অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা সোজাসাপ্টা বলেন,“এবার আপনাদের দুজনেরই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে।”

 

তিনি ইঙ্গিত করেন, ভাগবত নিজেও এক তিরে দু’টি লক্ষ্য করেছেন—নিজের অবসর ও মোদির বিদায়, দুটোই একসঙ্গে ইঙ্গিত করেছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭৫’র অবসর বার্তা!

‘এবার ঝোলা গুটানোর সময় এসে গেছে’ ,মোহন ভাগবতের ইঙ্গিতে কংগ্রেসের খোঁচা

আপডেট : ১১ জুলাই ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: ‘ম্যায় তো ফকির আদমি হু, ঝোলা লেকে চল পড়েঙ্গে’—এই উক্তি বহুবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে, বিশেষ করে কংগ্রেসের পরিবারতন্ত্রকে কটাক্ষ করতে গিয়ে। এবার সেই ‘ঝোলা’ শব্দই ফিরে এল, তবে মোদির বিরুদ্ধে ব্যবহার করল কংগ্রেস। ঘটনার সূত্রপাত আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্যকে নিয়ে।

 

আরও পড়ুন: সোনম ওয়াংচুকের গ্রেফতারিতে ক্ষোভ, বিজেপিকে আক্রমণ উদ্ধব ঠাকরের

৭৫ বছর বয়সে অবসর—এটি বিজেপির অঘোষিত নিয়ম। অতীতে এই নিয়মের জেরে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশি, যশবন্ত সিং প্রমুখ নেতাদের ‘মার্গদর্শক মণ্ডলী’তে স্থানান্তরিত করা হয়েছে। এবছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদির ৭৫ বছর পূর্ণ হবে। ফলে এই নিয়েই রাজনৈতিক জল্পনা বহুদিন ধরেই তুঙ্গে। যদিও বিজেপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, মোদিই পূর্ণ মেয়াদ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

 

আরও পড়ুন: বেশি অপরাধ বজরং, আরএসএস-এর, বলেও সিদ্ধারামাইয়া নির্দোষ কোর্টে

তবু সেই জল্পনাকে যেন নতুন করে উসকে দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নাগপুরে সংঘের এক অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি বলেন,“যখন ৭৫ বছর বয়সে কেউ আপনাকে উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝে নেবেন—আপনার থেমে যাওয়ার সময় এসেছে। কাজের জায়গা অন্যকে ছেড়ে দিতে হবে।”

 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য নরেন্দ্র মোদির উদ্দেশেই ইঙ্গিতপূর্ণ বার্তা। কারণ, ভাগবত নিজেও এ বছর ৭৫ পূর্ণ করছেন এবং সংঘের বিধান অনুযায়ী তাঁকেও দায়িত্ব ছাড়তে হতে পারে।

 

এই পরিস্থিতিতে কংগ্রেসও হাতছাড়া করেনি সুযোগ। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেন,

“বেচারা প্রধানমন্ত্রী! বিদেশ থেকে গুচ্ছ সম্মান নিয়ে ফিরলেন, আর দেশে ফিরেই এমন অপমান! সংঘপ্রধান তাঁকে মনে করিয়ে দিলেন, যে ১৭ সেপ্টেম্বর তাঁর ৭৫ বছর পূর্ণ হচ্ছে।”

 

অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা সোজাসাপ্টা বলেন,“এবার আপনাদের দুজনেরই ঝোলা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে।”

 

তিনি ইঙ্গিত করেন, ভাগবত নিজেও এক তিরে দু’টি লক্ষ্য করেছেন—নিজের অবসর ও মোদির বিদায়, দুটোই একসঙ্গে ইঙ্গিত করেছেন।