০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ঘাড়ে চোট, শনিবার কিপিং করলেন না ঋদ্ধিমান সাহা

পুবের কলম
- আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
- / 57
পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার সকালে নিউজিল্যান্ড যখন ব্যাট করতে নামল, হঠাৎ দেখা গেল ভারতীয় উইকেটকিপার ঋদ্ধিমান সাহা পিছনে কিপিং করছেন না। তার বদলে নেমেছেন কে এস ভরত।
অনেকেই প্রথমে বিষয়টি বুঝতে পারেন নি। ভেবেছিলেন ব্যক্তিগত কোনো কারণে ঋদ্ধিমান সাহা হয়তো ফিল্ডিং করতে নামলেন না। কিন্তু পরে জানা যায় তার ঘাড়ে চোট। শুক্রবার ম্যাচ চলাকালীন উইকেট এর পিছনে দাঁড়িয়ে চোট পান ঋদ্ধিমান সাহা। সেটা নিয়েই তিনি সারা দিন খেলে গিয়েছেন।
তাই শনিবার তাকে আর কিপিং করতে দেখা গেল না। জানা গিয়েছে ভারতের মেডিকেল টিম সর্বক্ষণ তার পর্যবেক্ষণে রয়েছে। চিকিৎসা চলছে। এখন এটাই দেখার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেন কিনা।
Tag :
Riddhiman Saha