০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোল্ডেন গ্লোব পুরস্কার পেল আরআরআর, শুভেচ্ছা প্রধানমন্ত্রী সহ কলাকুশলীদের

ইমামা খাতুন
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 121

পুবের কলম ওয়েব ডেস্কঃ আরআরআর সিনেমার সাফল্যের মুকুটে জুড়ল নয়া পালক। হলিউডের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সম্মানিত হল রাজামৌলির আরআরআর।উল্লেখ্য, গোল্ডেন গ্লোব পুরস্কারে সম্মানিত ‘আরআরআর’ ছবির অতি জনপ্রিয় ‘নাতু, নাতু’ গানটি। স্বাভাবিক ভাবেই এহেন সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা ও কলাকুশলীরা।  বাহুবলী সিনেমা দিয়ে দাক্ষিণত্যের সুপারহিটের সাফল্যের রেসিপিতে গোটা ভারতকে হিলিয়ে দিয়েছিলেন রাজামৌলি৷ এবার আরআরআর নিয়ে দেশের সীমা অতিক্রম করে বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে তুলে নিয়ে গেলেন৷ দেশের তিরঙ্গাকে ওড়ালেন৷

 

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

এসএস রাজামৌলির চলচ্চিত্র আরআরআর এর ‘নাতু নাতু’ গানটি ২০২২ সালের হিট ট্র্যাকগুলির মধ্যে একটি। এর তেলুগু সংস্করণটি প্রবীণ সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি দ্বারা রচি। কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ গানটি লিখেছেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড নিতে মঞ্চে পৌঁছন কিরাভানি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড   জন্য মনোনয়ন ১২ ডিসেম্বর  ২০২২-এ ঘোষণা করা হয়েছিল। আজ অনুষ্ঠিত হয়ে গেল অ্যাওয়ার্ড প্রদান।

আরও পড়ুন: সংসদের অধিবেশনে যোগ দিতে ইঞ্জিনিয়ার রাশিদকে দুদিনের প্যারোলে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট

 

আরও পড়ুন: পছন্দের খাবার খিচুড়ি, ক্যান্টিনে বসে বললেন প্রধানমন্ত্রী

এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন , পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ, এনটিআর জুনিয়রসহ  ‘আরআরআর’ টিম। সেরা মৌলিক গান ক্যাটাগরির নাম ঘোষণার পরই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা।

 

প্রসঙ্গত, ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কারের জন্য দুটি ভাগে মনোনয়ন পেয়েছিল ‘ট্রিপল আর’ ছবিটি। আন্তর্জাতিক সম্মানীয় পুরস্কার মঞ্চ থেকে ছবিটি জিতে নিল সেরা অরিজিন্যাল গানের খেতাব।

 

এই ঘটনা সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই হু হু করে ভাইরাল হতে শুরু করে।  শুভেচ্ছায় ভাসছে ‘আরআরআর’ টিম। এরই মধ্যে এক টুইটে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ‘আরআরআর’ টিমকে অভিনন্দন জানিয়েছেন। ভারতবাসীকে গর্বিত করার কারণে তাদের ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া পরিচালক করণ জোহর, অভিনেতা শাহরুখ খান, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, সংগীত পরিচালক এ আর রহমানসহ অনেকেই অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন।

গত বছর মার্চ মাসে দেশে মু্ক্তি পায় ছবিটি। বক্স অফিসে অল্প সময়ের মধ্যেই ছবির ব্যবসা ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাসটেইনও ছবির প্রশংসা করেছেন। আরআরআর সিনেমার সেরা আকর্ষণ জুনিয়র এনটিআর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গোল্ডেন গ্লোব পুরস্কার পেল আরআরআর, শুভেচ্ছা প্রধানমন্ত্রী সহ কলাকুশলীদের

আপডেট : ১১ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ আরআরআর সিনেমার সাফল্যের মুকুটে জুড়ল নয়া পালক। হলিউডের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সম্মানিত হল রাজামৌলির আরআরআর।উল্লেখ্য, গোল্ডেন গ্লোব পুরস্কারে সম্মানিত ‘আরআরআর’ ছবির অতি জনপ্রিয় ‘নাতু, নাতু’ গানটি। স্বাভাবিক ভাবেই এহেন সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা ও কলাকুশলীরা।  বাহুবলী সিনেমা দিয়ে দাক্ষিণত্যের সুপারহিটের সাফল্যের রেসিপিতে গোটা ভারতকে হিলিয়ে দিয়েছিলেন রাজামৌলি৷ এবার আরআরআর নিয়ে দেশের সীমা অতিক্রম করে বিশ্বমঞ্চে ভারতীয় সিনেমাকে তুলে নিয়ে গেলেন৷ দেশের তিরঙ্গাকে ওড়ালেন৷

 

আরও পড়ুন: ‘দোস্ত ট্রাম্পের সঙ্গে মুলাকাত করতে উন্মুখ রয়েছি’ মন্তব্য মোদির

এসএস রাজামৌলির চলচ্চিত্র আরআরআর এর ‘নাতু নাতু’ গানটি ২০২২ সালের হিট ট্র্যাকগুলির মধ্যে একটি। এর তেলুগু সংস্করণটি প্রবীণ সঙ্গীত পরিচালক এম এম কিরাভানি দ্বারা রচি। কালা ভৈরব এবং রাহুল সিপলিগঞ্জ গানটি লিখেছেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড নিতে মঞ্চে পৌঁছন কিরাভানি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড   জন্য মনোনয়ন ১২ ডিসেম্বর  ২০২২-এ ঘোষণা করা হয়েছিল। আজ অনুষ্ঠিত হয়ে গেল অ্যাওয়ার্ড প্রদান।

আরও পড়ুন: সংসদের অধিবেশনে যোগ দিতে ইঞ্জিনিয়ার রাশিদকে দুদিনের প্যারোলে মুক্তি দিল দিল্লি হাইকোর্ট

 

আরও পড়ুন: পছন্দের খাবার খিচুড়ি, ক্যান্টিনে বসে বললেন প্রধানমন্ত্রী

এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন , পরিচালক রাজামৌলি, অভিনেতা রাম চরণ, এনটিআর জুনিয়রসহ  ‘আরআরআর’ টিম। সেরা মৌলিক গান ক্যাটাগরির নাম ঘোষণার পরই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা।

 

প্রসঙ্গত, ‘গোল্ডেন গ্লোব’ পুরস্কারের জন্য দুটি ভাগে মনোনয়ন পেয়েছিল ‘ট্রিপল আর’ ছবিটি। আন্তর্জাতিক সম্মানীয় পুরস্কার মঞ্চ থেকে ছবিটি জিতে নিল সেরা অরিজিন্যাল গানের খেতাব।

 

এই ঘটনা সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই হু হু করে ভাইরাল হতে শুরু করে।  শুভেচ্ছায় ভাসছে ‘আরআরআর’ টিম। এরই মধ্যে এক টুইটে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  ‘আরআরআর’ টিমকে অভিনন্দন জানিয়েছেন। ভারতবাসীকে গর্বিত করার কারণে তাদের ধন্যবাদ জানান তিনি। এ ছাড়া পরিচালক করণ জোহর, অভিনেতা শাহরুখ খান, কারিনা কাপুর খান, আলিয়া ভাট, সংগীত পরিচালক এ আর রহমানসহ অনেকেই অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন।

গত বছর মার্চ মাসে দেশে মু্ক্তি পায় ছবিটি। বক্স অফিসে অল্প সময়ের মধ্যেই ছবির ব্যবসা ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। অস্কারজয়ী অভিনেত্রী জেসিকা চ্যাসটেইনও ছবির প্রশংসা করেছেন। আরআরআর সিনেমার সেরা আকর্ষণ জুনিয়র এনটিআর।