২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কয়লা পাচার কাণ্ডে অভিষেকের বাড়িতে সিবিআই, বয়ান রেকর্ড করা হল রুজিরার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার
  • / 70

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে ভবানীপুরের বাড়িতে এলেন আট জনের সিবিআই দল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ অভিষেকের বাড়িতে আসেন তারা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রুজিরাকে।

কয়লাকাণ্ডে অভিষেক-রুজিরাকে নিয়ে একাধিক তোপ দেগেছে বিরোধী দলগুলো। এদিকে ই মামলায় অভিষেক ও রুজিরাকে চিঠি দিয়ে সিবিআই জানতে চান কবে তারা কথা বলতে পারবেন। সেই চিঠির জবার পাওয়ার পরেই আজ তার ভবানীপুরের বাড়িতে যান চার সদস্যের সিবিআই দল। মোট  আট জনের সদস্যের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে৷ এর মধ্যে দুজন মহিলা আধিকারিক রয়েছেন। এদিন প্রথম দফা জেরার পর রুজিরার বয়ান রেকর্ড করা হয়েছে। ফের দ্বিতীয় দফায় জেরা করা হবে তাকে।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

এর আগে দিল্লিতে ইডি-র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মূলত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লাপাচার-কাণ্ডের টাকা-পয়সার হিসাব নিয়ে৷ এর আগে দিল্লিতে অভিষেক-রুজিরাকে তলব করে সিবিআই। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷  কারণ রুজিরা সেই সময় জানিয়েছিলেন, করোনা আবহে সন্তানদের ছেড়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি হওয়া সম্ভব নয়। কিন্তু, সেই আর্জি খারিজ করে দেওয়া হয়৷ এর পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, কলকাতায় রুজিরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক৷ সেই মতোই এ দিন তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুতি নেয় সিবিআই।

আরও পড়ুন: পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

 

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কয়লা পাচার কাণ্ডে অভিষেকের বাড়িতে সিবিআই, বয়ান রেকর্ড করা হল রুজিরার

আপডেট : ১৪ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে ভবানীপুরের বাড়িতে এলেন আট জনের সিবিআই দল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ অভিষেকের বাড়িতে আসেন তারা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রুজিরাকে।

কয়লাকাণ্ডে অভিষেক-রুজিরাকে নিয়ে একাধিক তোপ দেগেছে বিরোধী দলগুলো। এদিকে ই মামলায় অভিষেক ও রুজিরাকে চিঠি দিয়ে সিবিআই জানতে চান কবে তারা কথা বলতে পারবেন। সেই চিঠির জবার পাওয়ার পরেই আজ তার ভবানীপুরের বাড়িতে যান চার সদস্যের সিবিআই দল। মোট  আট জনের সদস্যের একটি দল তাঁকে জিজ্ঞাসাবাদ করছে৷ এর মধ্যে দুজন মহিলা আধিকারিক রয়েছেন। এদিন প্রথম দফা জেরার পর রুজিরার বয়ান রেকর্ড করা হয়েছে। ফের দ্বিতীয় দফায় জেরা করা হবে তাকে।

আরও পড়ুন: SBI fraud case: ED-র পরে এ বার CBI-এর নজরে অনিল আম্বানি

এর আগে দিল্লিতে ইডি-র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মূলত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লাপাচার-কাণ্ডের টাকা-পয়সার হিসাব নিয়ে৷ এর আগে দিল্লিতে অভিষেক-রুজিরাকে তলব করে সিবিআই। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন৷  কারণ রুজিরা সেই সময় জানিয়েছিলেন, করোনা আবহে সন্তানদের ছেড়ে দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি হওয়া সম্ভব নয়। কিন্তু, সেই আর্জি খারিজ করে দেওয়া হয়৷ এর পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ সুপ্রিম কোর্টের তরফে বলা হয়, কলকাতায় রুজিরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক৷ সেই মতোই এ দিন তাঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুতি নেয় সিবিআই।

আরও পড়ুন: পার্থের জামিন মামলায় হাইকোর্টে রিপোর্ট জানাতে ‘সময়’ নিল সিবিআই

 

আরও পড়ুন: ইডি সিবিআই সেজে লুটপাটের ঘটনা ঠেকাতে সিসিটিভি নজরদারি বাড়াচ্ছে লালবাজার