ইরানের বিধ্বংসী ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনা
অর্পিতা লাহিড়ী
- আপডেট :
২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে কেনা ড্রোন ব্যবহার করছে রাশিয়া। এগুলো সস্তা এবং যুদ্ধক্ষেত্রে অত্যন্ত বিধ্বংসী। ইতিমধ্যে ইউক্রেনীয় সেনাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে ইরানের এ ড্রোনগুলো। ড্রোন হামলায় দোনবাসে
গত ২৪ ঘন্টায় ইউক্রেনের শতাধিক সেনা নিহত হয়েছে। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জুনিয়র সার্জেন্ট আন্দ্রিয়ানা আরেখতা বলেছেন, ‘ড্রোনগুলো ক্রিমিয়া থেকে উড়েছিল। এগুলি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার চোখে ফাঁকি দিয়ে খেরসনের সেনা অবস্থানে বোমা ফেলে, দু’টি ট্যাঙ্ক ধ্বংস করে দেয়। রাডারে এই ড্রোনগুলি দেখা খুব কঠিন।’ এদিকে, ইউক্রেনের ওডেসাতেও ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়ে দু’টি অস্ত্রের গুদাম ধ্বংস করে দিয়েছে রাশিয়া।
গত সপ্তাহেই, রাশিয়া ইরান থেকে কেনা শাহেদ এবং মোহাজের যুদ্ধ ড্রোনগুলি ইউক্রেন জুড়ে ব্যবহার করেছে। এর ফলে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্ব ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল এবং ওডেসায় এক ডজনেরও বেশি ড্রোন গুলি করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী সেগুলোকে শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোন এবং মোহাজের-৬ ড্রোন হিসেবে চিহ্নিত করেছে যেগুলো যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম এবং নজরদারির জন্যও ব্যবহার করা হয়। সাক্ষাৎকারে, এক ইউক্রেনীয় কর্মী এবং তিনজন সৈন্য বলেছেন, ইরানি ড্রোন বড় হুমকি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে ইরানি ড্রোনের আগমন পশ্চিমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। কারণ এই ড্রোনকে মোকাবিলা করতে আরও আধুনিক অস্ত্র ইউক্রেনকে পাঠাতে হবে আমেরিকা ও তার মিত্রদের। আপাতত, ইরানি ড্রোন রাশিয়ানদের জন্য একটি গেম-চেঞ্জার অস্ত্র।