০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রঞ্জি দলে শচীনপুত্র অর্জুন, খেলতে আসবেন কলকাতায়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 67

পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বইয়ের রঞ্জি দলে সুযোগ পেলে শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর। এর ফলে মুম্বইয়ের জার্সি গায়ে অর্জুনকে শীঘ্রই মাঠে নেমে খেলতে দেখা যাবে। নতুন বছরের জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে মহারাষ্ট্র এবং দিল্লির বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বই দুটি রঞ্জি ম্যাচ খেলবে। সেই দুটি দুটি ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে মুম্বই।যে দলে অর্জুনের পাশাপাশি সুযোগ পেয়েছেন সরফরাজ খান, যশস্বী জয়সোয়াল, শিবম দুবেরা। দলকে নেতূত্ব দেবেন পূথ্বী শ। সবচেয়ে বড় ব্যাপার, কলকাতার মাটিতে খেলতে দেখা যাবে শচীনপুত্রকে। মুম্বইয়ের সিনিয়র দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অর্জুন তেন্ডুলকর বলেন, ‘মুম্বইয়ের রঞ্জি দলে সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো।আমার লক্ষ্য এখন রঞ্জিতে টিম মুম্বইয়ের হয়ে ভালো খেলা। সেখানে ভালো ফল করতে পারলে আমার জীবনে সবকিছু পাওয়া হয়ে যাবে।’

গত বছরও মুম্বইয়ের সিনিয়র দলে জায়গা পেয়েছিলেন অর্জুন। কিন্তু করোনার কারণে গত বছর রঞ্জি আয়োজন করতে পারেনি বিসিসিআই। তবে এবার বোর্ডের পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচের আয়োজন করা হচ্ছে।  সীমিত ওভারের ক্রিকেটে মুম্বই সম্প্রতি ভালো খেলতে পারেনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। বিজয় হাজারে ট্রফিতেও গ্রুপ-বি এর তলানিতে থেকে ছিটকে গিয়েছে। মুম্বইয়ের এই দলে পৃথ্বী শ ছাড়া সিনিয়রদের মধ্যে থাকছেন আদিত্য তারে এবং ধবল কুলকার্নি। দলে জায়গা হয়নি সিদ্ধেশ লাদের।  সূর্যকুমার যাদবকে একই কারণে  দলে রাখা হয়নি।

আরও পড়ুন: শত্রু সেনার ড্রোন ছিনিয়ে আনবে অর্জুন, জোরকদমে চলছে তালিম

আরও পড়ুন: ‘বাগী’ অর্জুনের মান ভাঙাতে দিল্লিতে জরুরি তলব কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রঞ্জি দলে শচীনপুত্র অর্জুন, খেলতে আসবেন কলকাতায়

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ মুম্বইয়ের রঞ্জি দলে সুযোগ পেলে শচীনপুত্র অর্জুন তেন্ডুলকর। এর ফলে মুম্বইয়ের জার্সি গায়ে অর্জুনকে শীঘ্রই মাঠে নেমে খেলতে দেখা যাবে। নতুন বছরের জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে মহারাষ্ট্র এবং দিল্লির বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে মুম্বই দুটি রঞ্জি ম্যাচ খেলবে। সেই দুটি দুটি ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে মুম্বই।যে দলে অর্জুনের পাশাপাশি সুযোগ পেয়েছেন সরফরাজ খান, যশস্বী জয়সোয়াল, শিবম দুবেরা। দলকে নেতূত্ব দেবেন পূথ্বী শ। সবচেয়ে বড় ব্যাপার, কলকাতার মাটিতে খেলতে দেখা যাবে শচীনপুত্রকে। মুম্বইয়ের সিনিয়র দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অর্জুন তেন্ডুলকর বলেন, ‘মুম্বইয়ের রঞ্জি দলে সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। এটা আমার কাছে স্বপ্ন পূরণের মতো।আমার লক্ষ্য এখন রঞ্জিতে টিম মুম্বইয়ের হয়ে ভালো খেলা। সেখানে ভালো ফল করতে পারলে আমার জীবনে সবকিছু পাওয়া হয়ে যাবে।’

গত বছরও মুম্বইয়ের সিনিয়র দলে জায়গা পেয়েছিলেন অর্জুন। কিন্তু করোনার কারণে গত বছর রঞ্জি আয়োজন করতে পারেনি বিসিসিআই। তবে এবার বোর্ডের পক্ষ থেকে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচের আয়োজন করা হচ্ছে।  সীমিত ওভারের ক্রিকেটে মুম্বই সম্প্রতি ভালো খেলতে পারেনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে। বিজয় হাজারে ট্রফিতেও গ্রুপ-বি এর তলানিতে থেকে ছিটকে গিয়েছে। মুম্বইয়ের এই দলে পৃথ্বী শ ছাড়া সিনিয়রদের মধ্যে থাকছেন আদিত্য তারে এবং ধবল কুলকার্নি। দলে জায়গা হয়নি সিদ্ধেশ লাদের।  সূর্যকুমার যাদবকে একই কারণে  দলে রাখা হয়নি।

আরও পড়ুন: শত্রু সেনার ড্রোন ছিনিয়ে আনবে অর্জুন, জোরকদমে চলছে তালিম

আরও পড়ুন: ‘বাগী’ অর্জুনের মান ভাঙাতে দিল্লিতে জরুরি তলব কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর