স্যাটেলাইট লঞ্চার রকেটের সফল পরীক্ষা চালাল ইরান

- আপডেট : ৬ নভেম্বর ২০২২, রবিবার
- / 17
পুবের কলম ওয়েব ডেস্ক: রাশিয়ার সহায়তায় একটি স্যাটেলাইট উৎক্ষেপণের ৩ মাস পর শনিবার মহাকাশে স্যাটেলাইট স্থাপনে সক্ষম একটি রকেটের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ইরান। রাশিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ করা নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনার মধ্যেই এ পরীক্ষা চালাল ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তেহরান স্যাটেলাইট লঞ্চার ‘কায়েম-১০০’ সফলভাবে পরীক্ষা করেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস সংস্থার তৈরি রকেটটিতে সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে। এ রকেটটিকে ইরানের প্রথম ৩ ধাপের সলিড ফুয়েল ব্যবহারকারী স্যাটেলাইট লঞ্চার হিসেবে উল্লেখ করা হয়েছে। এই রকেটটি ৮০ কিলোগ্রাম ওজনের স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরে স্থাপনে সক্ষম। আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে এই ক্যারিয়ারের মাধ্যমে ‘নাহিদ’ স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।’ তিনি আরও বলেন, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি তরুণরা এই সাফল্য অর্জন করেছে। তবে ইরান কোনও অবস্থাতেই নিজের উন্নয়ন ও অগ্রগতির পথ থেকে সরবে না বলে জানান হাজিজাদে। ২০২০ সালের এপ্রিলে ইরান প্রথম সফলভাবে সামরিক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছিল। এ ঘটনায় আমেরিকা ইরানের কড়া সমালোচনা করে। গত আগস্টে রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে ইরান ‘খৈয়াম’ স্যাটেলাইট মহাকাশে পাঠায়। ইরানের স্পেস এজেন্সি বলেছিল, তাদের তত্ত্বাবধানে রাশিয়া স্যাটেলাইটটি তৈরি করেছে। আমেরিকার অভিযোগ, ‘খৈয়াম’-এর মাধ্যমে ইরান গোয়েন্দা কার্যক্রম চালাতে পারবে। এর মাধ্যমে মস্কোর সঙ্গে তেহরানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মত ওয়াশিংটনের।