দিল্লির রাস্তা থেকে সমস্ত পথ-কুকুরকে সরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের

- আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
- / 28
পুবের কলম,ওয়েবডেস্ক: রাস্তায় দেখা মিলবে না একটিও পথ-কুকুর। সুপ্রিম কোর্টের নির্দেশে এমন দৃশ্যেরই স্বাক্ষী থাকতে চলেছে দিল্লি রাজপথ। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চে সোমবার এক মামলার পর্যবেক্ষণে শীর্ষ আদালত বলে, দিল্লি-এনসিআর এলাকার সমস্ত পথকুকুরকে অবিলম্বে ধরতে হবে। তাদের নির্বীজকরণ করিয়ে পাঠাতে হবে নিরাপদ আশ্রয়ে।
আর এর ব্যক্তিক্রম হলে অর্থাৎ কোনও পশুপ্রেমী, সংস্থা এই নির্দেশের বিরোধিতা করলে কড়া ব্যবস্থা নেবে শীর্ষ আদালত। কেন্দ্র ছাড়া এই মামলায় অন্য কারও আবেদন শুনবে না বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজধানীতে ছবি শর্মা নামে ৬ বছরের এক শিশু কুকুরের কামড়ে মারা যায়।
তারপরই সুপ্রিম কোর্ট এক সুয়ো মোটো মামলায় ওই রায় দিয়েছে। এদিন আদালত পৌর সংস্থা এবং অন্যান্য সংস্থাগুলিকে নির্ধারিত সময়সীমার মধ্যে পর্যাপ্ত আশ্রয়স্থল তৈরির জন্য সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছে। দিল্লি সরকার, এমসিডি এবং এনডিএমসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সমস্ত এলাকা থেকে রাস্তার কুকুর তুলে নেওয়া শুরু করে।