১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্কোর লাইন বিরোধীরা ৫, বিজেপি ০, দেশে উপনির্বাচনে ভরাডুবি গেরুয়া শিবিরের

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সারাদেশের পাঁচটি উপনির্বাচনেই মুখ পুড়ল বিজেপির। স্কোর লাইন বলছে বিরোধীরা ৫, বিজেপি ০। বাংলার দুই কেন্দ্র বালিগঞ্জ এবং আসানসোলে পর্যদুস্ত বিজেপি। এমনকি বালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের জামানতও জব্দ হয়েছে।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

 

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

আসানসোলে বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থান কোনওক্রমে ধরে রাখলেও ভোটের ব্যবধান বিরাট। অথচ, এই আসানসোল কেন্দ্রটিতে ২০১৯ লোকসভা নির্বাচনেও বিরাট ব্যবধানে জিতেছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। জার্সি বদলে বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

বাংলার বাইরে আরও তিন রাজ্যের উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে শনিবার। তিন রাজ্যেই বেশ ভাল ব্যবধানে হারতে চলেছে বিজেপি। নির্বাচন কমিশনে পাওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের কোলাপুর উত্তর আসনটি ফের কংগ্রেসের দখলেই যেতে চলেছে। ছত্তিশগড়ের খাইরগড় আসনটিও এবার দখল করতে চলেছে কংগ্রেস । আগামী বছর ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। তার আগে জনতা কংগ্রেসের হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিল হাত শিবির

 

 

 

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্কোর লাইন বিরোধীরা ৫, বিজেপি ০, দেশে উপনির্বাচনে ভরাডুবি গেরুয়া শিবিরের

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ সারাদেশের পাঁচটি উপনির্বাচনেই মুখ পুড়ল বিজেপির। স্কোর লাইন বলছে বিরোধীরা ৫, বিজেপি ০। বাংলার দুই কেন্দ্র বালিগঞ্জ এবং আসানসোলে পর্যদুস্ত বিজেপি। এমনকি বালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী কেয়া ঘোষের জামানতও জব্দ হয়েছে।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

 

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

আসানসোলে বিজেপি প্রার্থী দ্বিতীয় স্থান কোনওক্রমে ধরে রাখলেও ভোটের ব্যবধান বিরাট। অথচ, এই আসানসোল কেন্দ্রটিতে ২০১৯ লোকসভা নির্বাচনেও বিরাট ব্যবধানে জিতেছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। জার্সি বদলে বাবুল সুপ্রিয় এখন তৃণমূলে।

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

বাংলার বাইরে আরও তিন রাজ্যের উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে শনিবার। তিন রাজ্যেই বেশ ভাল ব্যবধানে হারতে চলেছে বিজেপি। নির্বাচন কমিশনে পাওয়া তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের কোলাপুর উত্তর আসনটি ফের কংগ্রেসের দখলেই যেতে চলেছে। ছত্তিশগড়ের খাইরগড় আসনটিও এবার দখল করতে চলেছে কংগ্রেস । আগামী বছর ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। তার আগে জনতা কংগ্রেসের হাত থেকে এই আসনটি ছিনিয়ে নিল হাত শিবির