দু’বছর ধরে আইএসআই-এর সঙ্গে যোগাযোগ
পাক গুপ্তচর সংস্থাকে গোপনে ভারতীয় সেনার তথ্য পাচার, অবশেষে গ্রেফতার মঙ্গত

- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 164
পুবের কলম, ওয়েবডেস্ক: গোপনে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-কে পাচার করছিলেন রাজস্থানের এক যুবক। অবশেষে শুক্রবার গুপ্তচরবৃত্তির অভিযোগে মঙ্গত সিং নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রাজস্থান পুলিশ সূত্রে খবর, সামাজিক মাধ্যমে ঈশা শর্মা নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয় মঙ্গতের। ওই মহিলা ছিলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থার কর্মী ছিলেন। তার প্রেমে হাবুডুবু খেতে খেতে সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতেন মঙ্গত। বেশ কয়েক মাস ধরে তাঁর উপরে নজর রাখছিলেন গোয়েন্দারা। অবশেষে শুক্রবার ধৃতকে গ্রেফতার করা হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক প্রায় দুই বছর ধরে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আলওয়ার সেনা ক্যান্টনমেন্ট এবং তার আশপাশের এলাকার ছবি এবং সামরিক তথ্য নিয়মিত পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে পাঠাতেন মঙ্গত। ধৃতকে গ্রেফতার জয়পুরের সেন্ট্রাল ইন্টারোগেশন সেন্টারে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্রও পাওয়া গিয়েছে। রাজস্থান পুলিশের ডিআইজি (ইন্টেলিজেন্স) রাজেশ মীল বলেন, ‘গ্রেফতারির আগে পর্যন্ত পাকিস্তানি হ্যান্ডলারদের ছবি এবং তথ্য পাঠিয়েছেন অভিযুক্ত যুবক। দুটো পাকিস্তানি নম্বরে নিয়মিত ফোন করতেন। সামরিক তথ্য পাচার করে প্রচুর টাকাও পেয়েছেন। তাঁর লেনদেনের উৎস খুঁজে দেখা হচ্ছে।’