পুবের কলম ওয়েব ডেস্ক: করোনার জন্য বাতিল একাধিক সিরিজ। আর সে কারণে এই মুহূর্তে এক সঙ্গে দুটি সিরিজ খেলতে দুটি জাতীয় দল দুই দেশে সফর করছে। বিরাট কোহলির নেতৃত্বাধীন দল ইংল্যান্ড সফরে। একই সঙ্গে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কায়। লঙ্কায় সিরিজ শুরুর আগে অবশ্য শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা বলেছিলেন, ভারত দ্বিতীয় সারির দল পাঠিয়ে লঙ্কান ক্রিকেটকে অসম্মান করেছে। যদিও গতকাল প্রথম ওয়ানডেতে সেই দ্বিতীয় সারির ভারতীয় দলের কাছে ৭ উইকেটে হার স্বীকার করেছে। সেই সুযোগে রনতুঙ্গাকে বিঁধে কড়া জবাব দিলেন বীরেন্দ্র সেহওয়াগ। এদিন এক সাক্ষাৎকারে রনতুঙ্গার মন্তব্যের প্রসঙ্গে বীরু বলেন, ‘অর্জুনা রনতুঙ্গার ওই মন্তব্য একটু রূঢ় হয়ে গিয়েছে।তিনি হয়তো ভেবেছিলেন, এটি ‘বি’ দল। কিন্তু ভারতীয় ক্রিকেটের শক্তির গভীরতা এমন, যে কোনো দলই পাঠালেও তা ‘বি’ দল হবে না। এটা সম্ভবত আইপিএলের ফসল। আমাদের এত প্রতিভাবান ক্রিকেটার আছে যে এক দলে জায়গা দিতে পারি না। শ্রীলঙ্কা সফরের এই দলও সমান প্রতিভাবান।’
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
রনতুঙ্গাকে বিঁধে সেহওয়াগ, ভারতের কোনো দলই ‘বি টিম’ দল নয়
-
সুস্মিতা - আপডেট : ১৯ জুলাই ২০২১, সোমবার
- 78
ট্যাগ :
Sehwag defeated Rantunga
সর্বধিক পাঠিত






































