০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সাত বছর পর লর্ডসে জয় পেল ভারত,সিরিজে ১-০ তে এগিয়ে গেল বিরাট বাহিনী

পুবের কলম
  • আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার
  • / 6

পুবের কলম ওয়েবডেস্কঃ সাত বছর পর লর্ডসে জয়ের দেখা পেলেন কোহলিরা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

সোমবার ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডকে ২৭২ রানের টার্গেট দিয়েছিল ভারত। ওভার ছিল ৬০। জয় না হোক অন্তত ক্রিজে আকড়ে থাকলে ড্র করতে পারত ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় টেস্টে সেই কাজটি করতে পারেনি ইংল্যান্ড শিবির। ভারতের পেসারদের দাপটে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৫১ রানের বড় জয় পায় ভারত। প্রথম টেস্ট হয়েছিল ড্র। আগামী ২৫ আগস্ট লিডসে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট।

রবিবার ম্যাচের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত করেছিল ৬ উইকেটে ১৮১ রান। ঋষভ পন্থ ১৪ ও ইশান্ত শর্মা ছিলেন ৪ রানে অপরাজিত। সোমবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে টেলএন্ডার ব্যাটসম্যানদের নিয়ে বেশ ভালো ব্যাট করে ভারত। ৮ উইকেটে ২৯৮ রান তোলার পর ইনিংস ডিক্লিয়ার করেন বিরাট । তাতে ইংল্যান্ডের জয়ের টার্গেট দাঁড়ায় ২৭২ রান।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান খুব বেশি এগোতে না পারলেও কাজের কাজ করেছেন দুই পেসার মহম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ। ৭০ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন শামি। ৩৪ রানে অপরাজিত থাকেন বুমরাহ।

৪৬ বলে ২২ রান করে রবিনসনের বলে আউট হন পন্থ। ১৬ রান করা ইশান্তকেও ফেরান রবিনসন।

ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৩টি, রবিনসন ও মঈন আলী দুটি, স্যাম কুরান একটি উইকেট নেন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাত বছর পর লর্ডসে জয় পেল ভারত,সিরিজে ১-০ তে এগিয়ে গেল বিরাট বাহিনী

আপডেট : ১৭ অগাস্ট ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সাত বছর পর লর্ডসে জয়ের দেখা পেলেন কোহলিরা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

সোমবার ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডকে ২৭২ রানের টার্গেট দিয়েছিল ভারত। ওভার ছিল ৬০। জয় না হোক অন্তত ক্রিজে আকড়ে থাকলে ড্র করতে পারত ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় টেস্টে সেই কাজটি করতে পারেনি ইংল্যান্ড শিবির। ভারতের পেসারদের দাপটে মাত্র ১২০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৫১ রানের বড় জয় পায় ভারত। প্রথম টেস্ট হয়েছিল ড্র। আগামী ২৫ আগস্ট লিডসে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট।

রবিবার ম্যাচের চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারত করেছিল ৬ উইকেটে ১৮১ রান। ঋষভ পন্থ ১৪ ও ইশান্ত শর্মা ছিলেন ৪ রানে অপরাজিত। সোমবার ম্যাচের পঞ্চম ও শেষ দিনে টেলএন্ডার ব্যাটসম্যানদের নিয়ে বেশ ভালো ব্যাট করে ভারত। ৮ উইকেটে ২৯৮ রান তোলার পর ইনিংস ডিক্লিয়ার করেন বিরাট । তাতে ইংল্যান্ডের জয়ের টার্গেট দাঁড়ায় ২৭২ রান।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান খুব বেশি এগোতে না পারলেও কাজের কাজ করেছেন দুই পেসার মহম্মদ শামি ও জসপ্রিত বুমরাহ। ৭০ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন শামি। ৩৪ রানে অপরাজিত থাকেন বুমরাহ।

৪৬ বলে ২২ রান করে রবিনসনের বলে আউট হন পন্থ। ১৬ রান করা ইশান্তকেও ফেরান রবিনসন।

ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৩টি, রবিনসন ও মঈন আলী দুটি, স্যাম কুরান একটি উইকেট নেন।