শাহরুখের দর উঠবে ১২-১৩ কোটি: অশ্বিন

- আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, বুধবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: আইপিএলের দল পাঞ্জাব কিংস আসন্ন মরশুমের আগে যে কয়েকজন প্লেয়ারকে ছেড়ে দিয়েছে তার মধ্যে রয়েছেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান শাহরুখ খান। যা দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। ভারতীয় দলের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে জানিয়েছেন, শাহরুখকে পাঞ্জাবের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আমায় অবাক করেছে। প্রসঙ্গত, লোয়ার অর্ডারে শাহরুখের বড় শট নেওয়ার দক্ষতা ক্রিকেট প্রেমীদের নজর কেড়েছে।
এদিকে, এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সি পরতে না পারলেও, শাহরুখকে নিয়ে আইপিএলের নিলামে টানাটানি হবে বলে মনে করছেন দেশের আর এক তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর এক্ষেত্রে টাকা কোনও বাধা হবে না বলেই তাঁর ধারণা।
আশ্বিনের মতে, নিলামে শাহরুখের দর উঠতে পারে ১২- ১৩ কোটি টাকা। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘শাহরুখ খানকে পাঞ্জাব ছেড়ে দেওয়ায় আমি অবাক হয়ে গিয়েছি। ওকে ৯ কোটি দিয়ে কিনেছিল পাঞ্জাব। ওকে দলে নেওয়ার জন্যে চেন্নাই সুপার কিংস আর গুজরাত টাইটান্সের মধ্যে জোর লড়াই হবে। কারন, এই দুটি দলের মাঝের ওভারগুলিতে খেলার জন্যে ভালো ভারতীয় ব্যাটার নেই। শাহরুখকে পাওয়ার জন্যে ১২-১৩ কোটি টাকা খরচ করা হতে পারে। ও শেষের দিকে নেমে দ্রুত রান তুলতে পারে। নিজের দক্ষতার পরিচায় শাহরুখ ইতিমধ্যেই আইপিএলে দিয়ে দিয়েছে।’