পুবের কলম ওয়েবডেস্ক: বাড়ির ছোট্ট সদস্যটিকে পড়তে বসানো বেশ ঝকমারি ব্যাপার। বিরক্ত হয়ে কোন সময় অভিভাবকরাও মারধর করেন। কিন্তু ভাবুন ত ছেলে হোমওয়ার্ক করেনি বলে তার গায়ে আগুন ধরিয়ে দিলেন বাবা। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পাকিস্তানে।
পাকিস্তানের প্রথমসারির সংবাদপত্র দ্য ডনের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ওরাঙ্গি শহরে। ওই শহরের বাসিন্দা নাজির। নিজের ১২ বছরের ছেলে শাহিরকে পড়াতে বসেন। এরপর ছেলের কাছ থেকে তার হোমওয়ার্ক খাতা দেখতে চান। হোমওয়ার্কের খাতা হাতে নিয়ে দেখেন ছেলে দুদিন কোন হোমওয়ার্ক করেনি। এরপরেই চূড়ান্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন নাজির । ছেলেকে টেনে হিঁচড়ে উঠোনে আনেন তিনি এরপর গোটা গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ ছেলেটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত নাজিরকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
প্রাথমিক তদন্তের সময়, নাজির তদন্তকারীদের বলেছিলেন যে তিনি তার ছেলেকে হত্যা করতে চাননি। তিনি বলেন যে তিনি তার স্কুলের হোমওয়ার্ক না করায় তাকে ভয় দেখানোর জন্য গায়ে কেরোসিন তেল ছিটিয়েছিলেন। তিনি আরও বলেন যে তিনি ছেলেকে ভয় দেখানোর জন্য একটি দেশলাই কাঠি জ্বালিয়েছিলেন, আগুন ধরে যায় এবং শাহির খারাপভাবে পুড়ে যায়।































