১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মর্মান্তিক:হোমওয়ার্ক না করায় ছেলের গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিলেন বাবা

 

 

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

 

আরও পড়ুন: গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই: বিজেপি মন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্ক: বাড়ির ছোট্ট সদস্যটিকে পড়তে বসানো বেশ ঝকমারি ব্যাপার। বিরক্ত হয়ে কোন সময় অভিভাবকরাও মারধর করেন। কিন্তু ভাবুন ত ছেলে হোমওয়ার্ক করেনি বলে তার গায়ে আগুন ধরিয়ে দিলেন বাবা। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পাকিস্তানে।

আরও পড়ুন: ১৫ বছর ধরে হাজীদের চিকিৎসা সেবায় নিয়োজিত বাবা এবং মেয়ে  

পাকিস্তানের প্রথমসারির সংবাদপত্র দ্য ডনের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ওরাঙ্গি শহরে। ওই শহরের বাসিন্দা নাজির। নিজের ১২ বছরের  ছেলে শাহিরকে পড়াতে বসেন। এরপর ছেলের কাছ থেকে তার হোমওয়ার্ক খাতা দেখতে চান। হোমওয়ার্কের খাতা হাতে নিয়ে দেখেন ছেলে দুদিন কোন হোমওয়ার্ক করেনি। এরপরেই চূড়ান্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন নাজির । ছেলেকে টেনে হিঁচড়ে উঠোনে আনেন তিনি এরপর গোটা গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ ছেলেটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত নাজিরকে  ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তের সময়, নাজির তদন্তকারীদের বলেছিলেন যে তিনি তার ছেলেকে হত্যা করতে চাননি। তিনি বলেন  যে তিনি তার স্কুলের হোমওয়ার্ক না করায় তাকে ভয় দেখানোর জন্য গায়ে কেরোসিন তেল ছিটিয়েছিলেন। তিনি আরও বলেন  যে তিনি ছেলেকে ভয় দেখানোর জন্য একটি দেশলাই কাঠি জ্বালিয়েছিলেন, আগুন ধরে যায় এবং শাহির  খারাপভাবে পুড়ে যায়।

 

সর্বধিক পাঠিত

আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্মান্তিক:হোমওয়ার্ক না করায় ছেলের গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দিলেন বাবা

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, বুধবার

 

 

আরও পড়ুন: জমি নিয়ে বিবাদ: বাবা, বোন ও ভাগ্নিকে কুপিয়ে খুন, প্রমাণ লোপাটে দেহ কুয়োয়, নৃশংসতা উত্তরপ্রদেশে

 

আরও পড়ুন: গান্ধি পরিবারের নির্দিষ্ট কোনও ধর্ম নেই: বিজেপি মন্ত্রী

পুবের কলম ওয়েবডেস্ক: বাড়ির ছোট্ট সদস্যটিকে পড়তে বসানো বেশ ঝকমারি ব্যাপার। বিরক্ত হয়ে কোন সময় অভিভাবকরাও মারধর করেন। কিন্তু ভাবুন ত ছেলে হোমওয়ার্ক করেনি বলে তার গায়ে আগুন ধরিয়ে দিলেন বাবা। এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে পাকিস্তানে।

আরও পড়ুন: ১৫ বছর ধরে হাজীদের চিকিৎসা সেবায় নিয়োজিত বাবা এবং মেয়ে  

পাকিস্তানের প্রথমসারির সংবাদপত্র দ্য ডনের প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ওরাঙ্গি শহরে। ওই শহরের বাসিন্দা নাজির। নিজের ১২ বছরের  ছেলে শাহিরকে পড়াতে বসেন। এরপর ছেলের কাছ থেকে তার হোমওয়ার্ক খাতা দেখতে চান। হোমওয়ার্কের খাতা হাতে নিয়ে দেখেন ছেলে দুদিন কোন হোমওয়ার্ক করেনি। এরপরেই চূড়ান্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন নাজির । ছেলেকে টেনে হিঁচড়ে উঠোনে আনেন তিনি এরপর গোটা গায়ে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ ছেলেটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত নাজিরকে  ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।

প্রাথমিক তদন্তের সময়, নাজির তদন্তকারীদের বলেছিলেন যে তিনি তার ছেলেকে হত্যা করতে চাননি। তিনি বলেন  যে তিনি তার স্কুলের হোমওয়ার্ক না করায় তাকে ভয় দেখানোর জন্য গায়ে কেরোসিন তেল ছিটিয়েছিলেন। তিনি আরও বলেন  যে তিনি ছেলেকে ভয় দেখানোর জন্য একটি দেশলাই কাঠি জ্বালিয়েছিলেন, আগুন ধরে যায় এবং শাহির  খারাপভাবে পুড়ে যায়।