০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় সড়কে মিছিল করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে মামলা করলেন শুভেন্দু অধিকারী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার
  • / 169

পারিজাত মোল্লা:  বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মামলায় দাবি,  বিনা অনুমতিতে  জাতীয় সড়কে মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়’। আগামী ৭ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানি হতে পারে।

আরও পড়ুন: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন শুভেন্দুর  আইনজীবীর তরফে  কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়। চলতি মে  মাসে ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন: বিজেপি আসলে E² নীতি চালায়, বিস্ফোরক Abhishek Banerjee

শুভেন্দুর আইনজীবীর দাবি, ‘ জাতীয় সড়ক আইন বলছে, অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না’।

আরও পড়ুন: ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য,  গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’তে রাজ্য সফরে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে চলতি মাসের গোড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি পৌঁছেছিলেন মালদহে। এর পরে ওই জাতীয় সড়ক দিয়েই মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ঢোকেন তিনি। এই পর্বে একাধিক জায়গায় তিনি জাতীয় সড়ক আটকে মিছিল করেন বলে শুভেন্দুর অভিযোগ। এদিন অবকাশকালীন  ডিভিশন বেঞ্চে মামলা দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৭ জুন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জাতীয় সড়কে মিছিল করা নিয়ে অভিষেকের বিরুদ্ধে মামলা করলেন শুভেন্দু অধিকারী

আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার

পারিজাত মোল্লা:  বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মামলায় দাবি,  বিনা অনুমতিতে  জাতীয় সড়কে মিছিল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়’। আগামী ৭ জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই আবেদনের শুনানি হতে পারে।

আরও পড়ুন: তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়

এদিন শুভেন্দুর  আইনজীবীর তরফে  কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়। চলতি মে  মাসে ইটাহার এবং ফরাক্কায় জাতীয় সড়কে অনুমতি না নিয়ে অভিষেক মিছিল করেছেন বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন: বিজেপি আসলে E² নীতি চালায়, বিস্ফোরক Abhishek Banerjee

শুভেন্দুর আইনজীবীর দাবি, ‘ জাতীয় সড়ক আইন বলছে, অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারে না’।

আরও পড়ুন: ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য,  গত ২৪ এপ্রিল থেকে তৃণমূলের ‘নবজোয়ার কর্মসূচি’তে রাজ্য সফরে বেরিয়েছেন অভিষেক। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর হয়ে চলতি মাসের গোড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে তিনি পৌঁছেছিলেন মালদহে। এর পরে ওই জাতীয় সড়ক দিয়েই মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় ঢোকেন তিনি। এই পর্বে একাধিক জায়গায় তিনি জাতীয় সড়ক আটকে মিছিল করেন বলে শুভেন্দুর অভিযোগ। এদিন অবকাশকালীন  ডিভিশন বেঞ্চে মামলা দাখিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ৭ জুন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা গেছে।