মোদির জন্য সরিয়ে দেওয়া হল সিন্ধুদের

- আপডেট : ২ অক্টোবর ২০২২, রবিবার
- / 17
পুবের কলম ওয়েব ডেস্ক: ফের একবার ভারতীয় ক্রীড়ার আঙিনায় অপদস্থ ক্রীড়াবিদরা। আহমদাবাদে জাতীয় গেমসের মঞ্চে পিভি সিন্ধু, নীরজ চোপড়াদের স্টেজ থেকেই সরিয়ে দেওয়া হল। আহমদাবাদে ৩৬ তম জাতীয় গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই উদ্বোধনে উপস্থিত ছিলেন নীরজ চোপড়া, পিভি সিন্ধু, অঞ্জু ববি জর্জরা। কিন্তু উদ্বোধনের সময় হঠাৎ করেই তাদের বলা হয় স্টেজ থেকে সরে দাঁড়াতে। ভদ্রতার খাতিরে তাঁরাও সরে যান। ভিডিওতে দেখা যায়, গেমসের মশালটি তার নির্দিষ্ট জায়গায় রাখছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে হাজির অলিম্পিক গেমসে পদকজয়ী ক্রীড়াবিদরা। সেখানে উপস্থিত ছিলেন ২০১২ অলিম্পিকে শ্যুটিংয়ে ব্রোঞ্জ পাওয়া গগন নারাং। তিনি সবাইকে সরে যেতে বলেন, কারণ তার বক্তব্য ছিল, মোদিকে একা স্টেজে রাখতে হবে। আর এই ঘটনায় রীতিমতো ক্ষিপ্ত ক্রীড়াপ্রেমীরা।
উল্লেখ্য ঠিক কিছুদিন আগেই ডুরান্ড কাপের ফাইনালে বেঙ্গালুরু এফসি চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী মঞ্চে বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রীকে সরিয়ে ছবি তোলার জন্য সামনে চলে আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল লা গণেশন। যা নিয়ে রীতিমতো হৈ চৈ পড়ে যায়। অনেকেই এর তীব্র নিন্দা করেন। ফের সেই একই ঘটনা ঘটল জাতীয় গেমসের আসরে। কেউ কেউ অবশ্য সাফাই গেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একা রাখতেই নাকি এই সিদ্ধান্ত।