০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দু’বছর বাড়ি ভাড়া দেননি সোনিয়া গান্ধি, কারণ জানলে চমকে উঠবেন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 38

পুবের কলম  ওয়েবডেস্কঃ মাসিক বাড়ি ভাড়া  মাত্র  ৪৬১০ টাকা, তাও দু বছর  ভাড়া দেননি  কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি।আরটিআই এর জবাবে এমনটাই জানানো হয়েছে।কংগ্রেস শীর্ষ নেত্রী  সোনিয়া গান্ধির ১০ নম্বর জনপথ রোডের  পাশাপাশি  দিল্লির  চাণক্যপুরী এবং  আকবর রোডে সরকারের  দেওয়া  যে দুটি  বাড়ি  কংগ্রেসের  আছে সেই দুটিরও ভাড়া ২০১৩ সাল থেকে  দেওয়া  হয়নি।

গুজরাতের  মিথাপুরের সুরজিত প্যাটেলের আরটিআইয়ের জবাবে কেন্দ্রীয় আবাসন এবং নগরায়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দিল্লির ২৬ আকবর রোডে সরকারি বাংলার (কংগ্রেসের সদর দফতরের একাংশ, দলের মহিলা শাখা এবং সেবাদলের অফিস আছে) মাসিক ভাড়া হল ১২.৬৯ লাখ টাকা।২০১৩ সালের জানুয়ারি থেকে ভাড়া বাকি পড়ে আছে।  একইভাবে চাণক্যপুরীর ভবনের মাসিক ভাড়া ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে মেটানো হয়নি। যে ভবনের মাসিক ভাড়া ৫.০৭ লাখ টাকায় ঠেকেছে।  গোটা ঘটনা  প্রকাশ্যে আসতেই  দৃশ্যতই অস্বস্তিতে কংগ্রেস হাইকমান্ড।

আরও পড়ুন: ইরানের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তোপ সোনিয়া গান্ধীর

আরও পড়ুন: ফের অসুস্থ সনিয়া, ভর্তি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দু’বছর বাড়ি ভাড়া দেননি সোনিয়া গান্ধি, কারণ জানলে চমকে উঠবেন

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম  ওয়েবডেস্কঃ মাসিক বাড়ি ভাড়া  মাত্র  ৪৬১০ টাকা, তাও দু বছর  ভাড়া দেননি  কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি।আরটিআই এর জবাবে এমনটাই জানানো হয়েছে।কংগ্রেস শীর্ষ নেত্রী  সোনিয়া গান্ধির ১০ নম্বর জনপথ রোডের  পাশাপাশি  দিল্লির  চাণক্যপুরী এবং  আকবর রোডে সরকারের  দেওয়া  যে দুটি  বাড়ি  কংগ্রেসের  আছে সেই দুটিরও ভাড়া ২০১৩ সাল থেকে  দেওয়া  হয়নি।

গুজরাতের  মিথাপুরের সুরজিত প্যাটেলের আরটিআইয়ের জবাবে কেন্দ্রীয় আবাসন এবং নগরায়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দিল্লির ২৬ আকবর রোডে সরকারি বাংলার (কংগ্রেসের সদর দফতরের একাংশ, দলের মহিলা শাখা এবং সেবাদলের অফিস আছে) মাসিক ভাড়া হল ১২.৬৯ লাখ টাকা।২০১৩ সালের জানুয়ারি থেকে ভাড়া বাকি পড়ে আছে।  একইভাবে চাণক্যপুরীর ভবনের মাসিক ভাড়া ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে মেটানো হয়নি। যে ভবনের মাসিক ভাড়া ৫.০৭ লাখ টাকায় ঠেকেছে।  গোটা ঘটনা  প্রকাশ্যে আসতেই  দৃশ্যতই অস্বস্তিতে কংগ্রেস হাইকমান্ড।

আরও পড়ুন: ইরানের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তোপ সোনিয়া গান্ধীর

আরও পড়ুন: ফের অসুস্থ সনিয়া, ভর্তি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতাল