মামলা ডিভিশন বেঞ্চে
এসএসসির নুতন বিজ্ঞপ্তিতে বঞ্চিত স্পেশাল বিএড ডিগ্রিধারী প্রার্থীরা?

- আপডেট : ১৪ জুলাই ২০২৫, সোমবার
- / 150
মোল্লা জসিমউদ্দিন: ফের ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হল। নিয়োগের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাইয়ের বদলে ২১ জুলাই পর্যন্ত করা হয়েছে ঠিকই, তবে সেই বাড়তি সুযোগেও জায়গা মেলেনি স্পেশাল বি.এড ডিগ্রিধারী প্রার্থীদের। এই বঞ্চনার প্রতিবাদে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমার-এর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীদের তরফে জানানো হয়, -’২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা পরীক্ষায় বসেছিলেন, এবং কমিশনের তৎকালীন নিয়ম অনুযায়ী স্পেশাল বি.এড যোগ্যতা অনুমোদিত ছিল। কিন্তু এবার সময়সীমা বাড়ানো হলেও স্পষ্টভাবে সেই প্রার্থীদের আবেদনগ্রহণের বিষয়টি বাদ রাখা হয়েছে’।
রাজ্যের উচ্চ আদালত মামলাটি গ্রহণ করে পরবর্তী শুনানির দিন জানাবে বলে জানিয়েছে। ওয়াকিবহাল মহল মনে করছে, -’ এই মামলার ফলে ফের প্রশ্নের মুখে পড়েছে এসএসসি-র সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি’। প্রার্থীদের একাংশের মতে, -’এটি রাজ্য সরকারের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। ২০১৬ সালে পরীক্ষা দিয়ে বসে আছেন বহু প্রার্থী, যাঁরা এখনও চাকরির জন্য লড়াই করছেন।
তাঁদের মধ্যেই বহুজনের যোগ্যতা স্পেশাল বি.এড হলেও এবার আবেদন করার সুযোগ মিলছে না’।চাকরিপ্রার্থীদের একাংশ বলছেন, ‘সরকার বারবার সময়সীমা বাড়াচ্ছে, কিন্তু সেটা কিছু নির্দিষ্ট শ্রেণির সুবিধার্থে। আমরা তো তখন পরীক্ষা দিয়েছিলাম, আজকে কেন বঞ্চিত হব?’এবার সেই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত করার কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন।
ওবিসি মামলার কারণে কয়েকদিন অনলাইনে আবেদনের পোর্টাল বন্ধ রাখতে হয়েছিল। সেই কারণে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।কিন্তু এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে আবারও নতুন করে তৈরি হল জটিলতা। এসএসসির এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি স্পেশাল বি.এড ডিগ্রিধারী প্রার্থীদের। এর প্রতিবাদে নতুন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন একাধিক চাকরিপ্রার্থী।
মামলাকারীদের দাবি, -’২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে অনেকেই চাকরি পেয়েছিলেন এই স্পেশাল বিএড ডিগ্রিধারীরা । সুপ্রিম কোর্টের নির্দেশে তাদেরও চাকরি চলে গিয়েছে। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায়, এই স্পেশাল বিএড ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়নি। গত ৩০ মে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা দফতর। সেখানেও এই বিষয়ে পরিষ্কার করে কিছু উল্লেখ করা হয়নি। তাই তারা বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
নতুন এই অভিযোগে আবারও নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রশ্নের মুখে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।২০১৬ এসএসসি চাকরি বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন । গত ৩০ মে রাজ্য শিক্ষা দফতর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তাতে আগামী ১৪ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল।
এবার সেই সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে ১৪ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত করার কথা ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন। ওবিসি মামলার কারণে কয়েকদিন অনলাইনে আবেদনের পোর্টাল বন্ধ রাখতে হয়েছিল। সেই কারণে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।