অযোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

- আপডেট : ৩০ অগাস্ট ২০২৫, শনিবার
- / 242
পুবের কলম ওয়েবডেস্ক : অযোগ্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। শনিবার অযোগ্য পরীক্ষার্থীদের তালিকা আবারও যাচাই করা হবে ও তারপরে তা প্রকাশ করা হবে। এরআগে এসএসসি আদালতে জানিয়েছিল, নবম-দশমে ৯৯৩ জন ও একাদশ-দ্বাদশে ৮১০ জন অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছিলেন।
এসএসসি সূত্রে খবর, এবার সেই অযোগ্য প্রার্থীদের নাম সহ রোল নম্বর সবকিছুই প্রকাশ করা হবে। এর পাশাপাশি যে অযোগ্য প্রার্থীরা এবারের নিয়োগের জন্য পুনরায় আবেদন করেছেন তাদেরও নাম প্রকাশ করা হবে। এসএসসির পক্ষ থেকে পুনরায় আবেদন করা অযোগ্য প্রার্থীদের নাম সহ সমস্ত বিস্তারিত ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে ও তাদের জানানো হবে তারা পরীক্ষায় বসার জন্য যোগ্য নন।
এই বছরের এসএসসি পরীক্ষা হবে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশ দিয়েছেন, অযোগ্য প্রার্থীরা যাতে কিছুতেই পরীক্ষায় বসতে না পারে তা এসএসসি কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে। এছাড়া বিচারপতিদের বেঞ্চ আরও জানিয়েছেন, প্রতি মুহুর্তেই কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় ওপর নজর রাখা হচ্ছে। এমনকি প্রয়োজনে কোর্ট হস্তক্ষেপও করতে পারে বলে জানানো হয়েছে।
এর আগে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলা হলেও তা সময়মত করা হয়নি। এই প্রসঙ্গে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তাদেরকে সাত দিন সময় দেওয়া হোক। সাত দিনের মধ্যে তারা তালিকা প্রকাশ করে দেবেন। সুপ্রিম কোর্ট এই বক্তব্য রেকর্ড করে রাখে ও জানায় নির্ধারিত সময়ের মধ্যে তালিকা প্রকাশ না করা হলে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষ্যম হবে মামলাকারীরা।