১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিরক্ষাখাতে আরও শক্তিশালী ভারত, আজ থেকে শুরু দুদিন ব্যাপী এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সামরিক মহড়া

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 38

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতিরক্ষাখাতে ক্রমশই এগিয়ে চলেছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আত্মনির্ভরতার খাতে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বার বার বলেছেন। এবার সেই খাতে আরও একধাপ এগোল দেশ। ১৫ নভেম্বর থেকে ভারতের উপকূলরেখা বরাবর জুড়ে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সামরিক মহড়া শুরু হবে।

দুই দিন ব্যাপী এই মহড়ায় অংশ নেবে ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী-সহ বেশ কয়েকটি সশস্ত্র বাহিনী। এই সেনা মহড়ার সঙ্গে জড়িত আধিকারিকরা জানান, ‘সি ভিলিজ ২০২২’ নামে এই মহড়ার দুটি লক্ষ্য, কোনো বিপদ ঘটলে তার মোকাবিলার বাহিনীর প্রস্তুতি যাচাই করা, সহ সার্বিক সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করা।

আরও পড়ুন: আজ থেকে শুরু হল ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচী, প্রি প্রাইমারি থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা শামিল

২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর, সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে প্রথম এই ধরনের অনুশীলনের পরিকল্পনা করা হয়েছিল। এই সামরিক মহড়ায় প্রতিরক্ষা মন্ত্রককে সহায়তা করছে স্বরাষ্ট্র, নৌপরিবহন এবং জলপথ, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, মৎস্য, পশুপালন এবং দুগ্ধ, শুল্ক বিভাগ।

সশস্ত্র বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এই সেনা মহড়া ভারতের পুরো ৭,৫১৬ কিলোমিটার উপকূল রেখা এবং একান্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোনে হবে।

অনুশীলন পরিচালনা করবে ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং সমুদ্র নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রক। বিভিন্ন উপকূলীয় রাজ্যগুলিতে নিয়মিতভাবে ছোট আকারে সামরিক মহড়া হয়ে থাকে। তবে জাতীয় স্তরে সি ভিজিল অনুশীলনের উদ্দেশ্য অনেক বড় লক্ষ্য পূরণ করা। সর্বোচ্চ স্তরে এই অনুশীলন অনেক বড় সামুদ্রিক মহড়া।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিরক্ষাখাতে আরও শক্তিশালী ভারত, আজ থেকে শুরু দুদিন ব্যাপী এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সামরিক মহড়া

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: প্রতিরক্ষাখাতে ক্রমশই এগিয়ে চলেছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আত্মনির্ভরতার খাতে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বার বার বলেছেন। এবার সেই খাতে আরও একধাপ এগোল দেশ। ১৫ নভেম্বর থেকে ভারতের উপকূলরেখা বরাবর জুড়ে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সামরিক মহড়া শুরু হবে।

দুই দিন ব্যাপী এই মহড়ায় অংশ নেবে ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী-সহ বেশ কয়েকটি সশস্ত্র বাহিনী। এই সেনা মহড়ার সঙ্গে জড়িত আধিকারিকরা জানান, ‘সি ভিলিজ ২০২২’ নামে এই মহড়ার দুটি লক্ষ্য, কোনো বিপদ ঘটলে তার মোকাবিলার বাহিনীর প্রস্তুতি যাচাই করা, সহ সার্বিক সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করা।

আরও পড়ুন: আজ থেকে শুরু হল ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচী, প্রি প্রাইমারি থেকে সপ্তম শ্রেণির পড়ুয়ারা শামিল

২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার পর, সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালে প্রথম এই ধরনের অনুশীলনের পরিকল্পনা করা হয়েছিল। এই সামরিক মহড়ায় প্রতিরক্ষা মন্ত্রককে সহায়তা করছে স্বরাষ্ট্র, নৌপরিবহন এবং জলপথ, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস, মৎস্য, পশুপালন এবং দুগ্ধ, শুল্ক বিভাগ।

সশস্ত্র বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এই সেনা মহড়া ভারতের পুরো ৭,৫১৬ কিলোমিটার উপকূল রেখা এবং একান্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোনে হবে।

অনুশীলন পরিচালনা করবে ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং সমুদ্র নিরাপত্তার সঙ্গে যুক্ত অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রক। বিভিন্ন উপকূলীয় রাজ্যগুলিতে নিয়মিতভাবে ছোট আকারে সামরিক মহড়া হয়ে থাকে। তবে জাতীয় স্তরে সি ভিজিল অনুশীলনের উদ্দেশ্য অনেক বড় লক্ষ্য পূরণ করা। সর্বোচ্চ স্তরে এই অনুশীলন অনেক বড় সামুদ্রিক মহড়া।