১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য ক্রীড়ায় সফল মারিয়মকে নিয়ে স্বপ্ন দেখছে সুবিদপুর

ইনামুল হক, বসিরহাট: সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত রাজ্য বার্ষিক ক্রীড়ায় উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুবিদপুরের মারিয়ম বৈদ্য । তৃতীয় শ্রেণির এই পড়ুয়া দীর্ঘ  লম্ফনে প্রথম স্থান অধিকার করেছ সুবিদপুরের মুখকে উজ্জ্বল করেছে।

সম্প্রতি জলপাইগুড়ির বিশ্ব  বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যে দীর্ঘ লম্ফনে (লং জাম্প ) প্রথম ছাড়াও  100 মিটার দৌড়ে জেলায় দ্বিতীয় স্হান পায় মরিয়ম। তার  কৃতিত্বপূর্ণ সাফল্যের খবর জানতে পারার পর তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে  সেই সঙ্গে মরিয়মের  আরো সাফল্য কামনা করে স্বপ্ন দেখছে সুবিদপুরের বাসিন্দারা।

স্হানীয় বাসিন্দা সমাজসংগঠক বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি(বেডস) এর রাজ্য সম্পাদক  শাজাহান মন্ডল বলেন, অত্যন্ত অভাবি পরিবার থেকে উঠে আসা মেয়ে মারিয়ম। কাজের তাগিদে বাবা কাবিল বৈদ্য ও মা সরিফা বৈদ্য দুজনেই মুম্বইতে থাকে। নিজস্ব জমি,বাড়ি বলতে কিছুই নেই। দিদিমার কাছে থেকে পড়াশোনা করছে মেয়েটি।

ওর নানিমা পরের জমিতে দুবেলা কাজ করে কোনোরকমে সংসার চালায়। খাওয়া দাওয়া ও পোষাক পরিচ্ছদ ঠিকমতো যোগান দিতে পারেন না। তার পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন বেডস সম্পাদক শাজাহান  মন্ডল। গাইঘাটা চক্রের সুবিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে খুশির হাওয়া মারিয়মের এই সাফল্যে‌। তারাও পাশে আছেন মারিয়ামের।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

জুনিয়র মিস ইন্ডিয়ায় বাঙালি কিশোরীর মাথায় মুকুট, চ্যাম্পিয়ন মালদহের প্রিন্সিপ্রিয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য ক্রীড়ায় সফল মারিয়মকে নিয়ে স্বপ্ন দেখছে সুবিদপুর

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

ইনামুল হক, বসিরহাট: সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত রাজ্য বার্ষিক ক্রীড়ায় উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার সুবিদপুরের মারিয়ম বৈদ্য । তৃতীয় শ্রেণির এই পড়ুয়া দীর্ঘ  লম্ফনে প্রথম স্থান অধিকার করেছ সুবিদপুরের মুখকে উজ্জ্বল করেছে।

সম্প্রতি জলপাইগুড়ির বিশ্ব  বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যে দীর্ঘ লম্ফনে (লং জাম্প ) প্রথম ছাড়াও  100 মিটার দৌড়ে জেলায় দ্বিতীয় স্হান পায় মরিয়ম। তার  কৃতিত্বপূর্ণ সাফল্যের খবর জানতে পারার পর তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে  সেই সঙ্গে মরিয়মের  আরো সাফল্য কামনা করে স্বপ্ন দেখছে সুবিদপুরের বাসিন্দারা।

স্হানীয় বাসিন্দা সমাজসংগঠক বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি(বেডস) এর রাজ্য সম্পাদক  শাজাহান মন্ডল বলেন, অত্যন্ত অভাবি পরিবার থেকে উঠে আসা মেয়ে মারিয়ম। কাজের তাগিদে বাবা কাবিল বৈদ্য ও মা সরিফা বৈদ্য দুজনেই মুম্বইতে থাকে। নিজস্ব জমি,বাড়ি বলতে কিছুই নেই। দিদিমার কাছে থেকে পড়াশোনা করছে মেয়েটি।

ওর নানিমা পরের জমিতে দুবেলা কাজ করে কোনোরকমে সংসার চালায়। খাওয়া দাওয়া ও পোষাক পরিচ্ছদ ঠিকমতো যোগান দিতে পারেন না। তার পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন বেডস সম্পাদক শাজাহান  মন্ডল। গাইঘাটা চক্রের সুবিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে খুশির হাওয়া মারিয়মের এই সাফল্যে‌। তারাও পাশে আছেন মারিয়ামের।