সুপার কাপ চ্যাম্পিয়ন, এএফসি চ্যাম্পিয়নস লিগের ছাড়পত্র পেল ইস্টবেঙ্গল

- আপডেট : ২৮ জানুয়ারী ২০২৪, রবিবার
- / 27
পুবের কলম, ওয়েবডেস্ক: আরো এক কলিঙ্গ যুদ্ধ। রচিত হলো আর এক ইতিহাস। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসি কে রুদ্ধশ্বাস ফাইনালে ৩-২ গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্টবেঙ্গল। আইএসএল এবং আই লিগের দলগুলিকে নিয়ে করা এই সুপার কাপে মোহনবাগানকে হারানোর পর আত্মবিশ্বাস তুঙ্গে ছিল ইস্টবেঙ্গলের। সেমিফাইনালে জামশেদপুরকে হারিয়ে ফাইনালে ওঠা, আর দুর্দান্ত ফুটবল খেলে ওড়িশা এফসিকে হারিয়ে শুধু ট্রফি খরাই কাটালো না লাল হলুদ ব্রিগেড, বরং এই সুপার কাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার ছাড়পত্র পেয়ে গেল মশাল ব্রিগেড। ম্যাচের ৩৯ মিনিটে মৌরিসিওর গোলে এগিয়ে যায় ওড়িশা। দ্বিতীয়ার্ধে অন্য খেলা শুরু করে ইস্টবেঙ্গল। কুয়াদ্রত এর তুরুপের তাস নন্দকুমার ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান। ৬০ মিনিটে পেনাল্টি পায় ইস্ট বেঙ্গল। সেখান থেকে গোল করে ইস্টবেঙ্গল কে এগিয়ে দেন সাউল ক্রিস্পো। এরপর ওড়িশা ১০ জন হয়ে যায়। কিন্তু তাতেও তাদের আক্রমণ থামেনি। ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ফের সমতা ফেরায় ওড়িশা এফসি। কিন্তু ইতিহাস যেন অপেক্ষা করছিল ইস্ট বেঙ্গল এর জন্য। ১১১ মিনিটে ক্লেটন সিলভার গোলে শেষ হাসি হাসলো লাল হলুদ ব্রিগেড।