০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

২০ বছরেরও বেশি সময় ধরে ইউপি কারাগারে বন্দী প্রায় ১০০ জন কে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রীম কোর্ট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃ সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের বিভিন্ন কারাগারে ২০ বছরেরও বেশি সময় ধরে কারাদণ্ডপ্রাপ্ত ৯৭জন বন্দির একটি ব্যাচকে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।এই আদেশ  দিয়ে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জে.কে. মহেশ্বরী আগ্রা ও বারাণসী কারাগারে বন্দিদের মুক্তি চেয়ে দুটি রিট আবেদনের নোটিশও জারি করেছেন । দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। রাজ্য সরকারের নীতির অংশ হিসেবে তাদের ১৬ বছর (প্রকৃত কারাদণ্ড) এবং চার বছর ক্ষমা মঞ্জুর করা হয়েছে।আইনজীবী রিষি মালহোত্রার মাধ্যমে তাদের জামিনের আবেদন দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য,সুপ্রিম কোর্টের আগের একটি আদেশের উদ্ধৃতি দেয় যেখানে শীর্ষ আদালত একইভাবে দোষী সাব্যস্তদের একটি ব্যাচকে মুক্তি দিয়েছিল। আবেদনকারীরা আরও বলছেন যে রাজ্য সরকার কিছু দোষীদের মুক্তি দেওয়ার জন্য শীর্ষ আদালতের আদেশের  অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

এর আগে ‘রাজ্য সরকার কমপক্ষে ৩২২ জন আসামিকে মুক্তি দিয়েছে” আদালত অবমাননার মামলা এড়াতে। আবেদনকারীরা বলছেন, এই আসামিরা নির্ধারিত শাস্তির ২০ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন, যার মধ্যে ১৬ বছর এবং তার বেশি বয়সের প্রকৃত সাজা রয়েছে।

আরও পড়ুন: ৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

আরও পড়ুন: বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০ বছরেরও বেশি সময় ধরে ইউপি কারাগারে বন্দী প্রায় ১০০ জন কে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রীম কোর্ট

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশের বিভিন্ন কারাগারে ২০ বছরেরও বেশি সময় ধরে কারাদণ্ডপ্রাপ্ত ৯৭জন বন্দির একটি ব্যাচকে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।এই আদেশ  দিয়ে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি জে.কে. মহেশ্বরী আগ্রা ও বারাণসী কারাগারে বন্দিদের মুক্তি চেয়ে দুটি রিট আবেদনের নোটিশও জারি করেছেন । দণ্ডপ্রাপ্তদের অধিকাংশই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। রাজ্য সরকারের নীতির অংশ হিসেবে তাদের ১৬ বছর (প্রকৃত কারাদণ্ড) এবং চার বছর ক্ষমা মঞ্জুর করা হয়েছে।আইনজীবী রিষি মালহোত্রার মাধ্যমে তাদের জামিনের আবেদন দায়ের করা হয়েছিল।

উল্লেখ্য,সুপ্রিম কোর্টের আগের একটি আদেশের উদ্ধৃতি দেয় যেখানে শীর্ষ আদালত একইভাবে দোষী সাব্যস্তদের একটি ব্যাচকে মুক্তি দিয়েছিল। আবেদনকারীরা আরও বলছেন যে রাজ্য সরকার কিছু দোষীদের মুক্তি দেওয়ার জন্য শীর্ষ আদালতের আদেশের  অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন: ভারতের সংবিধানই এই অস্পৃশ্যকে সর্বোচ্চ পদে বসিয়েছে : গাভাই

এর আগে ‘রাজ্য সরকার কমপক্ষে ৩২২ জন আসামিকে মুক্তি দিয়েছে” আদালত অবমাননার মামলা এড়াতে। আবেদনকারীরা বলছেন, এই আসামিরা নির্ধারিত শাস্তির ২০ বছরেরও বেশি সময় কারাগারে কাটিয়েছেন, যার মধ্যে ১৬ বছর এবং তার বেশি বয়সের প্রকৃত সাজা রয়েছে।

আরও পড়ুন: ৩ আগস্ট নিট পিজি পরীক্ষা নিতে নির্দেশ শীর্ষ কোর্টের

আরও পড়ুন: বিচারপতি ভার্মাকে সরানোর প্রস্তুতি, সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনছে কেন্দ্র