০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নবীন জিন্দালের গ্রেফতারিতে সুপ্রিম স্থগিতাদেশ

ইমামা খাতুন
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 13

পুবরে কলম ওয়বে ডস্কেঃ পয়গম্বর হযরত মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যে অভিযুক্ত নবীন কুমার জিন্দালের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কয়েক মাস আগেই একটি টিভি সাক্ষাৎকারে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার নবী মুহাম্মদ সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্যে উত্তাল হয় দেশ-বিদেশ।একই মামলায় নবীন জিন্দালের মন্তব্যেও জনমানসে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিশেষ করে বিশ্বের প্রায় সমস্ত মুসলিম দেশগুলি নিন্দায় সরব হয়। এমনকী এই ইস্যুতে দেশের প্রতিনিধিদের বিভিন্ন দেশে অপমানের সম্মুখীন হতে হয়। ঘরেবাইরে চাপে পড়ে বিজেপি তড়িঘড়ি নূপুর শর্মাকে সাময়িক বহিষ্কার এবং নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার করে পরিস্থিতি সামাল দেয়। অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্য দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং অসমে এদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। আদালত বহিষ্কৃত বিজেপি নেতা নবীন কুমার জিন্দালের আবেদনের শুনানি করেছে। আদালত এই শুনানিতে জানায় নবীনের বিরুদ্ধে সমস্ত এফআইআর এই মামলায় যুক্ত করতে হবে। মামলার পরবর্তী শুনানির তারিখ ১৭ অক্টোবর ধার্য করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবীন জিন্দালের গ্রেফতারিতে সুপ্রিম স্থগিতাদেশ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবরে কলম ওয়বে ডস্কেঃ পয়গম্বর হযরত মুহাম্মদ সা.-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যে অভিযুক্ত নবীন কুমার জিন্দালের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কয়েক মাস আগেই একটি টিভি সাক্ষাৎকারে বিজেপির মুখপাত্র নূপুর শর্মার নবী মুহাম্মদ সা. সম্পর্কে অবমাননাকর মন্তব্যে উত্তাল হয় দেশ-বিদেশ।একই মামলায় নবীন জিন্দালের মন্তব্যেও জনমানসে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিশেষ করে বিশ্বের প্রায় সমস্ত মুসলিম দেশগুলি নিন্দায় সরব হয়। এমনকী এই ইস্যুতে দেশের প্রতিনিধিদের বিভিন্ন দেশে অপমানের সম্মুখীন হতে হয়। ঘরেবাইরে চাপে পড়ে বিজেপি তড়িঘড়ি নূপুর শর্মাকে সাময়িক বহিষ্কার এবং নবীন জিন্দালকে দল থেকে বহিষ্কার করে পরিস্থিতি সামাল দেয়। অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে দেশের বিভিন্ন রাজ্য দিল্লি, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং অসমে এদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়। আদালত বহিষ্কৃত বিজেপি নেতা নবীন কুমার জিন্দালের আবেদনের শুনানি করেছে। আদালত এই শুনানিতে জানায় নবীনের বিরুদ্ধে সমস্ত এফআইআর এই মামলায় যুক্ত করতে হবে। মামলার পরবর্তী শুনানির তারিখ ১৭ অক্টোবর ধার্য করা হয়েছে।