০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সুরজিৎ সেনগুপ্ত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 33

পুবের কলম প্রতিবেদক : কোভিডে আক্রান্ত হয়েছেন ভারতের প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। একদা ময়দান কাঁপানো এই ফুটবলারকে সোমবার দুপুরে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এূন তাঁর অবস্থা স্থিতিশীল।

গত কয়েকদিন ধরেই কাশি হচ্ছিল সুরজিতের। শনিবার প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিককে নিয়ে একটি সংবাদপত্রে লিখেছিলেন তিনি। পরে  কোভিড পরীক্ষা করান এবং সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে– এবং তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও কয়েকটা দিন চিকিৎসকদের পর্যবেক্ষনে থাকতে হবে সুরজিৎকে। সাত-আটের দশকে ময়দান কাঁপানো মাঝমাঠের এই তারকাকে আপতত চিকিৎসকেরা পর্যবেক্ষনে রেখেছেন। সাতের  দশকের শেষ দিকে ইস্টবেঙ্গলের অধিনায়ক হওয়া সুরজিৎ সেনগুপ্ত তিন প্রধান মাতালেও একসময় লাল-হলুদের ‘ঘরের ছেলে’ হয়ে ওঠেন। দলের একাধিক যুদ্ধ জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তিনি।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

 

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

উল্লে্যূ– কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুরজিৎ। তখন  স্টেন্ট বসাতে হয়েছিল। প্রসঙ্গত– ১৯৭৩ সালে প্রথম বড় ক্লাব হিসেবে মোহনবাগানে সই করেন সুরজিৎ। পরের বছরই  চলে আসেন ইস্টবেঙ্গলে। ১৯৭৫ সালে মোহনবাগানকে ৫ গোল দেওয়া লাল-হলুদ দলে  ছিলেন তিনি। ঐতিহাসিক ওই ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলে সুরজিৎ। তিনি ছাড়া ওই ম্যাচে জোড়া গোল করেন শ্যাম থাপা– একটি করে গোল করেন রঞ্জিত মুখোপাধ্যায় এবং শুভঙ্কর সান্যাল।

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সুরজিৎ সেনগুপ্ত

আপডেট : ২৪ জানুয়ারী ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক : কোভিডে আক্রান্ত হয়েছেন ভারতের প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। একদা ময়দান কাঁপানো এই ফুটবলারকে সোমবার দুপুরে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে এূন তাঁর অবস্থা স্থিতিশীল।

গত কয়েকদিন ধরেই কাশি হচ্ছিল সুরজিতের। শনিবার প্রয়াত ফুটবলার সুভাষ ভৌমিককে নিয়ে একটি সংবাদপত্রে লিখেছিলেন তিনি। পরে  কোভিড পরীক্ষা করান এবং সোমবার সেই রিপোর্ট পজিটিভ আসে– এবং তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর অবস্থা স্থিতিশীল হলেও কয়েকটা দিন চিকিৎসকদের পর্যবেক্ষনে থাকতে হবে সুরজিৎকে। সাত-আটের দশকে ময়দান কাঁপানো মাঝমাঠের এই তারকাকে আপতত চিকিৎসকেরা পর্যবেক্ষনে রেখেছেন। সাতের  দশকের শেষ দিকে ইস্টবেঙ্গলের অধিনায়ক হওয়া সুরজিৎ সেনগুপ্ত তিন প্রধান মাতালেও একসময় লাল-হলুদের ‘ঘরের ছেলে’ হয়ে ওঠেন। দলের একাধিক যুদ্ধ জয়ের নেপথ্যের নায়ক ছিলেন তিনি।

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও

 

আরও পড়ুন: কলকাতায় আক্রান্ত আরও ২, রাজ্যে করোনা পজিটিভ ১৮

উল্লে্যূ– কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুরজিৎ। তখন  স্টেন্ট বসাতে হয়েছিল। প্রসঙ্গত– ১৯৭৩ সালে প্রথম বড় ক্লাব হিসেবে মোহনবাগানে সই করেন সুরজিৎ। পরের বছরই  চলে আসেন ইস্টবেঙ্গলে। ১৯৭৫ সালে মোহনবাগানকে ৫ গোল দেওয়া লাল-হলুদ দলে  ছিলেন তিনি। ঐতিহাসিক ওই ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলে সুরজিৎ। তিনি ছাড়া ওই ম্যাচে জোড়া গোল করেন শ্যাম থাপা– একটি করে গোল করেন রঞ্জিত মুখোপাধ্যায় এবং শুভঙ্কর সান্যাল।

আরও পড়ুন: কোভিডের পর এবার রহস্যময় নিউমোনিয়া চিনে