০৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

একমাসেই ১ কোটি! টমেটো বিক্রি করেই কোটিপতি মহারাষ্ট্রের চাষি
পুবের কলম, ওয়েবডেস্ক: : একমাসেই এক কোটি! না লটারিতে নয়, শুধুমাত্র টমেটো বিক্রি করেই মহারাষ্ট্রের এক চাষি কোটিপতি বনে গিয়েছেন।

রুশ হামলায় ১ কোটি ইউক্রেনীয় বিদ্যুৎহীন, নিহত ৭
পুবের কলম ওয়েব ডেস্কঃ রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ হামলায় নিহত হয়েছেন

প্রতিদিন ১১৩টি চকলেট খেলেই ১ কোটির চাকরি!
পুবের কলম ওয়েব ডেস্কঃ চকলেট খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দের তালিকায় এ

কোটি টাকার লটারি লাগতেই আতঙ্কে সপরিবারে থানায় আশ্রয়
পুবের কলম প্রতিবেদক, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের শিরোমনি এলাকার বাসিন্দা শিশির নন্দী। রাজমিস্ত্রির সহযোগী হিসাবে জোগাড়ের কাজ করে থাকেন। সারাদিন কাজের শেষে সন্ধ্যের পর মাঝেমধ্যে লটারি টিকিট কিনতেন। শুক্রবার সন্ধ্যায় তার এই টিকিট কেনার নেশাই যেন ভাগ্যের পরিবর্তন এনে দেয়। রাত আটটা নাগাদ পাড়ার লটারির দোকানে সে জানতে পারে এক কোটি টাকার লটারি লেগেছে। যা কোনদিন সে আশা করেনি। অপ্রত্যাশিত বিশাল অংকের এই টাকার লটারিতে আতঙ্কিত হয়ে পড়ে সপরিবার। পুলিশের কাছে খবর দিয়ে রাতেই সপরিবারে প্রতিবেশীদের সাহায্যে কোতোয়ালি থানায় হাজির হয়ে যান। ছোট্ট দুই শিশু বাবা-মা ও প্রতিবেশীদের নিয়ে সারারাত থানার ভেতরে আশ্রয় নিয়েছিলেন। থানার ভেতর থেকেই এদিন বাবা শক্তি নন্দী বলেন- “এত টাকার হিসাব কোনদিন জানি না। কেউ কোন ভাবে আক্রমণ করতে পারে সেই আশংকায় পুলিশের সাহায্য নিয়ে থানায় রয়েছি। এবার হয়তো ভাগ্য বদলাচ্ছে। কোন জমি জায়গা নেই। বিঘে চারেক জমি কিনে নিজেদের ছোট একটি বাড়িও বানাবো”