০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

উদয়নারায়ণপুরে তিনশোর বেশি রাস্তা ভেঙে এখনো বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা

মুহাম্মদ রাকিব, উলুবেড়িয়াঃ মাত্র দেড় মাসের ব্যবধানে পরপর দুবার বন্যা।বানের জলের তোড়ে ভেঙেছে একের পর এক রাস্তা। গ্রামীণ রাস্তার পাশাপাশি ভেঙেছে রাজ্য সড়কও। কোথাও তিরিশ ফুট তো কোনো রাস্তায় পঞ্চাশ, একশো ফুট নিশ্চিহ্ন হয়ে গেছে। আবার কোথাও পিচের আস্তরণ উঠে গিয়েছে বিভিন্ন রাস্তার। বন্যা পরবর্তী উদয়নারায়ণপুর ও আমতার রাস্তাঘাটের কার্যত এমনই কঙ্কালসার চেহারা।  কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনো শুরু করা যায় নি রাস্তা  সংস্কারের কাজ। পঞ্চায়েত ও ব্লক প্রশাসন সুত্রে জানা গেছে, পুজোর পরেই বন্যা পরবর্তী উদয়নারায়ণপুরে শুরু হবে রাস্তাঘাট সংস্কারের কাজ। উদয়নারায়ণপুরে দামোদর বাঁধ একাধিক জায়গায় ভেঙে বন্যার জল প্রবেশ করে ছিল। সেই জল গ্রামে ঢোকার পর একাধিক রাস্তা ভেঙে যায়। উদয়নারায়ণপুর ব্লকের মনসুকা নরনারায়ন চক, কুমারচক মুসলিম পাড়া, গড়ভবানীপুর সোনাতলা, ভবানীপুর বেনাগড়ী রাস্তা, হরালী কোনচৌকি, আকনা, সোনাগাছি সহ একাধিক জায়গায় রাস্তা বন্যার জলের তোড়ে ভেঙে যায়। আমতা দুই নং ব্লকের রনজয়বাড়, তাঁতিহানা সহ বেশ কিছু এলাকার রাস্তা ভেঙে যায়। উদয়নারায়নপুর ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের তিনশোর বেশি গ্রামীণ রাস্তা কার্যত ভেঙে যায়। ১২ টির বেশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়। দুটি রাজ্য সড়ক ক্ষতিগ্রস্ত হয়। পাঁচারুল থেকে জয়নগর ব্রিজ পর্যন্ত রাস্তা এবং উদয়নারায়ণপুর থেকে ডিহিভুরসুট পর্যন্ত রাজ্য সড়কের ক্ষতি হয়েছে। এছাড়া সেহাগড়ি থেকে ঘোষপাড়া পর্যন্ত  রাজ্য সড়কের একাধিক জায়গা ক্ষয়ে গেছে জলের তোড়ে।  এ প্রসঙ্গে উদয়নারায়নপুরের বিধায়ক সমীর পাঁজার বক্তব্য, দুবারের বন্যা উদয়নারায়নপুর ব্লককে কার্যত শেষ করে দিয়েছে। কৃষিকাজ থেকে শুরু করে সর্বোপরি যোগাযোগ ব্যবস্থাকে বিপর্যস্ত করে দিয়েছে এই বন্যা। ইতিমধ্যে উদয়নারায়ণপুরে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে ব্লক প্রশাসন। পুজোর পরেই গ্রামীণ রাস্তার পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা অন্যান্য রাজ্য সড়ক সংস্কারের কাজ করা হবে। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder