০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

‘সীমান্তে বিএসএফকে জমি দিচ্ছে না রাজ্য’ এই অভিযোগ ভিত্তিহীনঃফিরহাদ

ইমামা খাতুন
  • আপডেট : ৯ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
  • / 26

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্য সরকারের জমি জটের কারণেই ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের ফেন্সিং কাজ থমকে আছে বলে একাধিকবার অভিযোগ তুলেছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার।বিজেপি-র অভিযোগ, রাজ্যের ইন্দো-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সেই জমি দিচ্ছে না।

 

কিন্তু রাজ্যের জমি জট সংক্রান্ত বিজেপি-র দীর্ঘদিনের  অভিযোগ খারিজ করে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কলকাতা পুরসভা ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কেন্দ্র সীমান্তে জমি চেয়েছে আর রাজ্য সরকার দেয়নি এটা হতে পারে না।রাজ্যের কোথায় বিএসএফ জমি চেয়েছে, কিন্তু পায়নি এমন তালিকা থাকলে সেই তালিকা দিন।’। তবে সেই তালিকা শুধুমাত্র সীমান্তে জমি চাওয়ার ক্ষেত্রেই হতে হবে। অন্য ক্ষেত্রে নয় বলেও এদিন জানান ফিরহাদ হাকিম।

 

উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে অনুপ্রবেশ ইস্যু। আর তার পরই ফের রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে ফের সরব হয়েছেন বিজেপি নেতারা। গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ২৮৫ কিলোমিটার সীমান্তে রাজ্যের কাছে জমি চেয়েও পায়নি কেন্দ্রীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।এমনকী ১৮টি ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে বিএসএফকে কোনও জমি হস্তান্তর করা হয়নি। এছাড়াও রাজ্যে ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে বলেও অভি্যোগ বিজেপির।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সীমান্তে বিএসএফকে জমি দিচ্ছে না রাজ্য’ এই অভিযোগ ভিত্তিহীনঃফিরহাদ

আপডেট : ৯ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদকঃ রাজ্য সরকারের জমি জটের কারণেই ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের ফেন্সিং কাজ থমকে আছে বলে একাধিকবার অভিযোগ তুলেছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার।বিজেপি-র অভিযোগ, রাজ্যের ইন্দো-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জমি চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার সেই জমি দিচ্ছে না।

 

কিন্তু রাজ্যের জমি জট সংক্রান্ত বিজেপি-র দীর্ঘদিনের  অভিযোগ খারিজ করে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নায়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার কলকাতা পুরসভা ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে  মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘কেন্দ্র সীমান্তে জমি চেয়েছে আর রাজ্য সরকার দেয়নি এটা হতে পারে না।রাজ্যের কোথায় বিএসএফ জমি চেয়েছে, কিন্তু পায়নি এমন তালিকা থাকলে সেই তালিকা দিন।’। তবে সেই তালিকা শুধুমাত্র সীমান্তে জমি চাওয়ার ক্ষেত্রেই হতে হবে। অন্য ক্ষেত্রে নয় বলেও এদিন জানান ফিরহাদ হাকিম।

 

উল্লেখ্য, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ফের মাথাচাড়া দিয়ে উঠেছে অনুপ্রবেশ ইস্যু। আর তার পরই ফের রাজ্যের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অসহযোগিতার অভিযোগ তুলে ফের সরব হয়েছেন বিজেপি নেতারা। গত ৪ জানুয়ারি মুখ্যমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ২৮৫ কিলোমিটার সীমান্তে রাজ্যের কাছে জমি চেয়েও পায়নি কেন্দ্রীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।এমনকী ১৮টি ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে বিএসএফকে কোনও জমি হস্তান্তর করা হয়নি। এছাড়াও রাজ্যে ১৭টি সীমান্ত ফাঁড়ি তৈরির জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া মুলতুবি হয়ে রয়েছে বলেও অভি্যোগ বিজেপির।