২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী শুক্রবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী,মোদি-মমতা সাক্ষাতের সম্ভাবনা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার
  • / 31

file picture

পুবের কলম প্রতিবেদকঃ রাজধানীতে একই মঞ্চে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার দিল্লি যাচ্ছেন বাংলার  মুখ্যমন্ত্রী। ৩০ শে এপ্রিল একই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন। থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানাও।

সাম্প্রতিক সময়ে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া থেকে বঞ্চনা থেকে শুরু করে একাধিক  ইস্যুতে সাম্প্রতিক সময়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ও সরকারের বিভিন্ন নেতা ও মন্ত্রীকে। পরিস্থিতি এতটাই গুরুতর সদ্যসমাপ্ত বিশ্ববাণিজ্য সম্মেলনের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে আসলেও– অনুপস্থিত থেকেছেন তিনি। কাজেই এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং দেশের প্রশাসনিক প্রধানের মুখোমুখি হওয়ার বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: হিমন্তের উগ্র ভাষণ কলকাতায় সাড়া জাগাতে ব্যর্থ

এই অবস্থায় নবান্নের তরফে ততটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে ২৯ তারিখের এই  প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য দিল্লি যাচ্ছেন তিনি। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর মানেই ব্যস্ততায় ভরা। দিল্লি গেলে তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গেও দেখা করেন। সেক্ষেত্রে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এবারও যেমন বৈঠক করবেন কিনা সে বিষয়ে নবান্নের তবে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে তার দিল্লি যাওয়ার বিষয়টি নিশ্চয়তা পাওয়া গেছে। যেহেতু একটি অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে তাই সেখানে রাজ্যের জিএসটি বাবদ পাওনা থেকে শুরু করে অন্যান্য বিষয় দাবি-দাওয়ার সুযোগ থাকবে কিনা সন্দেহ রয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিজ্ঞপ্তি জারি, সহায়ক মূল্যে ১১ লক্ষ টন আলু কিনবে রাজ্য

আরও পড়ুন: তালিকায় ভুতুড়ে ভোটার নজরদারিতে কমিটি গড়লেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী শুক্রবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী,মোদি-মমতা সাক্ষাতের সম্ভাবনা

আপডেট : ২২ এপ্রিল ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ রাজধানীতে একই মঞ্চে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার দিল্লি যাচ্ছেন বাংলার  মুখ্যমন্ত্রী। ৩০ শে এপ্রিল একই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন। থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানাও।

সাম্প্রতিক সময়ে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। রাজ্যের প্রাপ্য টাকা দেওয়া থেকে বঞ্চনা থেকে শুরু করে একাধিক  ইস্যুতে সাম্প্রতিক সময়ে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ও সরকারের বিভিন্ন নেতা ও মন্ত্রীকে। পরিস্থিতি এতটাই গুরুতর সদ্যসমাপ্ত বিশ্ববাণিজ্য সম্মেলনের আমন্ত্রণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করে আসলেও– অনুপস্থিত থেকেছেন তিনি। কাজেই এই পরিস্থিতিতে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং দেশের প্রশাসনিক প্রধানের মুখোমুখি হওয়ার বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: হিমন্তের উগ্র ভাষণ কলকাতায় সাড়া জাগাতে ব্যর্থ

এই অবস্থায় নবান্নের তরফে ততটুকু খবর পাওয়া যাচ্ছে তাতে ২৯ তারিখের এই  প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য দিল্লি যাচ্ছেন তিনি। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফর মানেই ব্যস্ততায় ভরা। দিল্লি গেলে তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গেও দেখা করেন। সেক্ষেত্রে রাজ্যের দাবি-দাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এবারও যেমন বৈঠক করবেন কিনা সে বিষয়ে নবান্নের তবে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে তার দিল্লি যাওয়ার বিষয়টি নিশ্চয়তা পাওয়া গেছে। যেহেতু একটি অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে তাই সেখানে রাজ্যের জিএসটি বাবদ পাওনা থেকে শুরু করে অন্যান্য বিষয় দাবি-দাওয়ার সুযোগ থাকবে কিনা সন্দেহ রয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বিজ্ঞপ্তি জারি, সহায়ক মূল্যে ১১ লক্ষ টন আলু কিনবে রাজ্য

আরও পড়ুন: তালিকায় ভুতুড়ে ভোটার নজরদারিতে কমিটি গড়লেন মমতা