১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ছে আতঙ্ক: চিনে দৈনিক করোনা সংক্রমণের মাত্রা ছাড়াল ২০ হাজার

পুবের কলম ওয়েবডেস্কঃচিনে দৈনিক   করোনা সংক্রমণের মাত্রা ছাড়াল  ২০ হাজার।যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। চিন থেকেই সারা বিশ্ব চিনেছিল করোনা ভাইরাসকে। বিগত দুটি বছর ধরে সে আক্ষরিক অর্থেই স্তব্ধ করে দিয়েছিল গোটা দুনিয়া। সেই চিনেই আবারও থাবা গেড়েছে করোনা।

 

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি করা হয়েছে লকডাউন।বন্ধ করে দেওয়া হয়েছে সুপার মার্কেট। বন্ধ খাবার সরবরাহ। প্রশাসন জানিয়েছে যতদিন না করোনা পরীক্ষা শেষ হচ্ছে,ততদিন জারি থাকবে লকডাউন।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

চিনের বাণিজ্যিক রাজধানী সাংহাইতেও জারি করা হয়েছে লকডাউন।  ২ কোটি ৬০ লক্ষ মানুষ পুরোপুরি গৃহবন্দি করা হয়েছে। এদিকে, লকডাউন ঘোষণার পরই গোটা শহর জুড়়ে হুড়োহুড়ি শুরু হয়েছে। খাদ্য সংকটের আশঙ্কায় শুরু হয়ে গিয়েছে খাদ্যমজুত করা।

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন 

অনেক বাসিন্দারাই দাবি করেছেন, যারা উপসর্গহীন, তাদের যেন বাড়িতেই কোয়ারেন্টাইনের সুযোগ দেওয়া হয়। সংক্রমণ রুখতে চিনা প্রশাশন শিশুদেরও যেভাবে তাদের অভিভাবকের থেকে আলাদা করে দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে, তাও যেন প্রত্যাহার করা হয়, সেই দাবি তোলা হয়েছে।

সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাড়ছে আতঙ্ক: চিনে দৈনিক করোনা সংক্রমণের মাত্রা ছাড়াল ২০ হাজার

আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃচিনে দৈনিক   করোনা সংক্রমণের মাত্রা ছাড়াল  ২০ হাজার।যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। চিন থেকেই সারা বিশ্ব চিনেছিল করোনা ভাইরাসকে। বিগত দুটি বছর ধরে সে আক্ষরিক অর্থেই স্তব্ধ করে দিয়েছিল গোটা দুনিয়া। সেই চিনেই আবারও থাবা গেড়েছে করোনা।

 

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি করা হয়েছে লকডাউন।বন্ধ করে দেওয়া হয়েছে সুপার মার্কেট। বন্ধ খাবার সরবরাহ। প্রশাসন জানিয়েছে যতদিন না করোনা পরীক্ষা শেষ হচ্ছে,ততদিন জারি থাকবে লকডাউন।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

চিনের বাণিজ্যিক রাজধানী সাংহাইতেও জারি করা হয়েছে লকডাউন।  ২ কোটি ৬০ লক্ষ মানুষ পুরোপুরি গৃহবন্দি করা হয়েছে। এদিকে, লকডাউন ঘোষণার পরই গোটা শহর জুড়়ে হুড়োহুড়ি শুরু হয়েছে। খাদ্য সংকটের আশঙ্কায় শুরু হয়ে গিয়েছে খাদ্যমজুত করা।

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন 

অনেক বাসিন্দারাই দাবি করেছেন, যারা উপসর্গহীন, তাদের যেন বাড়িতেই কোয়ারেন্টাইনের সুযোগ দেওয়া হয়। সংক্রমণ রুখতে চিনা প্রশাশন শিশুদেরও যেভাবে তাদের অভিভাবকের থেকে আলাদা করে দেওয়ার নীতি গ্রহণ করা হয়েছে, তাও যেন প্রত্যাহার করা হয়, সেই দাবি তোলা হয়েছে।