আলিয়ায় ছাত্র ভর্তির সময়সীমা ১১ জুন

- আপডেট : ৮ জুন ২০২৩, বৃহস্পতিবার
- / 6
পুবের কলম প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্র ভর্তির শেষ তারি’ ১১ জুন। ছাত্রছাত্রীদের দাবি, ভর্তির তারি’ আরও বাড়ানো হোক। পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে আরও কয়েকদিন ভর্তির সময়সীমা দু’একদিন বাড়াতে পারে আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. নুরুস সালাম জানান, স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্র ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া চলছে। ১১ জুন আবেদনের সময়সীমা শেষ হবে।
এই বিষয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান সে’ মুহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, এ’ন পর্যন্ত প্রায় ১০ হাজারছাত্রছাত্রী আবেদন করেছে। তবে আবেদনের দিনক্ষণ শেষ হয়নি। আশা করি আরও আবেদন জমা পড়বে। তিনি বলেন, স্নাতক ও স্নাতকোত্তর মিলে ২ হাজারের বেশি আসন রয়েছে। ২৩টি ডিপার্টমেন্টে মোট বিষয় রয়েছে ৪৩টি। উল্লে’্য, গত ১৮ মে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।