০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রথম মসজিদ পেল ইতালির ভেনিস শহর

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 7

PIC- COLLECTED

পুবের কলম ওয়েবডেস্কঃ ইতালির ঐতিহাসিক শহর ভেনিসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম মসজিদের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে ইতালির মুসলিম সম্প্রদায় ও শহরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভেনিস শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হওয়ায় এখানে মসজিদের উদ্বোধন বেশ গুরুত্বপূর্ণ। এখন থেকে এই পর্যটন এলাকাটি হাজার হাজার মুসলমানের ইবাদতের জায়গা হিসেবে ব্যবহ*ত হবে। মুসলমানদের জামানো অনুদানের অর্থ থেকে স্থানীয় মুসলিম কমিউনিটি ভেনিসের নিকটবর্তী বন্দর নগরীতে মসজিদের জন্য ভবন ক্রয় করেছেন। বোলোগনার ইসলামিক কমিউনিটি এবং ইতালির ইসলামিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফ্রাম বলেছেন, ইতালির আইন অনুযায়ী এই মসজিদ প্রত্যেকের জন্য খোলা থাকবে। শহরের নাগরিকদের জন্য অনুমতি রয়েছে, তারা যখন ইচ্ছা এবং মসজিদের যেখানে ইচ্ছা ইবাদত করতে পারবেন। তিনি বলেন, ইতালিতে বসবাসকারী সব মুসলমানের এমন দেশ গঠনে সহায়তা করা উচিত যেখানে একে প্রত্যেকে প্রত্যেককে সম্মান করবে। ভেনিস ইসলামিক কমিউনিটির প্রেসিডেন্ট সাদমির ইলিওস্কি বলেছেন, ‘নতুন মসজিদ শুধুমাত্র মুসলমানদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেই। তিনি বলেন, বহু সংস্কৃতির এই শহরে খোলা মসজিদটি সারাবিশ্ব থেকে আগত মানুষদের প্রতিদিন তাদের কাজকর্মকে প্রাণবন্ত করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। এখানে প্রত্যেককে স্বাগত জানানো হবে। এখন থেকে এই মসজিদ স্থানীয় থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত।’ সাদমির ইলিওস্কি আরও বলেছেন, ‘আমরা ইসলামি সংস্কৃতি এবং ঐক্য সম্পর্কিত যেকোনও প্রকল্প, গবেষণা এবং অধ্যয়নের জন্য প্রস্তুত।’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রথম মসজিদ পেল ইতালির ভেনিস শহর

আপডেট : ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ইতালির ঐতিহাসিক শহর ভেনিসে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম মসজিদের উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে ইতালির মুসলিম সম্প্রদায় ও শহরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভেনিস শহরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হওয়ায় এখানে মসজিদের উদ্বোধন বেশ গুরুত্বপূর্ণ। এখন থেকে এই পর্যটন এলাকাটি হাজার হাজার মুসলমানের ইবাদতের জায়গা হিসেবে ব্যবহ*ত হবে। মুসলমানদের জামানো অনুদানের অর্থ থেকে স্থানীয় মুসলিম কমিউনিটি ভেনিসের নিকটবর্তী বন্দর নগরীতে মসজিদের জন্য ভবন ক্রয় করেছেন। বোলোগনার ইসলামিক কমিউনিটি এবং ইতালির ইসলামিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন লাফ্রাম বলেছেন, ইতালির আইন অনুযায়ী এই মসজিদ প্রত্যেকের জন্য খোলা থাকবে। শহরের নাগরিকদের জন্য অনুমতি রয়েছে, তারা যখন ইচ্ছা এবং মসজিদের যেখানে ইচ্ছা ইবাদত করতে পারবেন। তিনি বলেন, ইতালিতে বসবাসকারী সব মুসলমানের এমন দেশ গঠনে সহায়তা করা উচিত যেখানে একে প্রত্যেকে প্রত্যেককে সম্মান করবে। ভেনিস ইসলামিক কমিউনিটির প্রেসিডেন্ট সাদমির ইলিওস্কি বলেছেন, ‘নতুন মসজিদ শুধুমাত্র মুসলমানদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা নেই। তিনি বলেন, বহু সংস্কৃতির এই শহরে খোলা মসজিদটি সারাবিশ্ব থেকে আগত মানুষদের প্রতিদিন তাদের কাজকর্মকে প্রাণবন্ত করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে। এখানে প্রত্যেককে স্বাগত জানানো হবে। এখন থেকে এই মসজিদ স্থানীয় থেকে শুরু করে সবার জন্য উন্মুক্ত।’ সাদমির ইলিওস্কি আরও বলেছেন, ‘আমরা ইসলামি সংস্কৃতি এবং ঐক্য সম্পর্কিত যেকোনও প্রকল্প, গবেষণা এবং অধ্যয়নের জন্য প্রস্তুত।’