বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে ডান হাত উড়লো চতুর্থ শ্রেণি ছাত্রের
- আপডেট : ৩১ জুলাই ২০২৩, সোমবার
- / 96
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: ফের বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণের শিকার এক শিশু। এবার বসিরহাটে বোমা ফেটে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ বছরের ইউসুফ মন্ডলের একটি হাত। রবিবার সকাল ১১টা নাগাদ বসিরহাটের নলকোড়া গোলবাগান এলাকায় বাড়ির সামনে একটি ইটভাটার পরিত্যক্ত ঘরের পাশে পড়েছিল তাজা বোমা।
সেই বোমাকেই বল ভেবে হাতে তুলেছিল চতুর্থ শ্রেণীর শিশু ইউসুফ। সেটাই সে বল ভেবে খেলছিল। এমন সময় বোমাটি বিস্ফোরণ হয় তার ডান হাতেই। ঘটনাস্থলে শুয়ে ছটফট করতে থাকে সে। স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার আর.জি.কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা।
সেই কথা মত তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ইটভাটার ওই পরিত্যক্ত ঘরের পাশে বোমা কিভাবে এলো সেটা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও ভাটার মালিক হাজী মোহাম্মদ মসিবর বৈদ্য বলেন, “ভাটাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কে বা কারা এসে বোমা রেখেছে তা জানি না। তবে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
এই এলাকার পাশেই রয়েছে পঞ্চায়েত এলাকা। তাহলে কি পঞ্চায়েত নির্বাচন বা নির্বাচন পরবর্তী সময় এলাকায় সন্ত্রাস তৈরি করার জন্য এই বোমা মজুদ করার রাখা হয়েছিল? নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য?
তদন্ত নেমেছে বসিরহাট থানার পুলিশ। শিশুটির মা কোহিনুর বিবি কর্মসূত্রে কেরালায় থাকেন। দাদু আর দিদার কাছেই থাকতো ইউসুফ। বিস্ফোরণে শিশুটির ডান হাত একপ্রকার উড়ে গিয়েছে। বোমা বিস্ফোরণের আতঙ্কে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওই গ্রামে।





























