২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গত দু’বছরে ২৫০ বার কোভিড আক্রান্ত হয়েছেন ফরাসি টেনিস তারকা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 37

পুবের কলম ওয়েবডেস্কঃ সারা পৃথিবী জুড়ে বিগত দু’বছর ধরে  করোনা ভাইরাসের দাপট চলছে। মাঝেমধ্যে এর মাত্রা কমলেও ফের বাড়তে শুরু করে।  সাধারণ মানুষ থেকে তারকা জগতের লোকজনও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেকেই সুস্থ হয়েছেন, অনেকে আর ফিরে আসতে পারেননি। কেউ কেউ একাধিকবার করোনা আক্রান্ত হয়েছেন। তবে ফ্রান্সের এক টেনিস খেলোয়াড়ের জীবনে যা ঘটেছে, তা অভাবনীয়।বিশ্ব টেনিস র‍্যাকিংয়ে  ৪৬তম খেলোয়াড় বেনোইত পেইর বর্তমানে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এটার চেয়ে বড় কথা, তিনি এখন পর্যন্ত ২৫০ বার করোনা পজিটিভ হয়েছেন।

নতুন বছরের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল তার। কিন্তু পজিটিভ হওয়ায় অজ্ঞাত জায়গায় তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। এর আগে তিনি করোনার টিকা নিয়েছেন এবং টিকা নেওয়ার পক্ষে বারবার কথাও বলেছেন। তবে এতবার করোনা পজিটিভ হওয়ায় ভীষণ বিরক্তি প্রকাশ করছেন পেইর। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার নাম বেনোইত পেইর। আমি ২৫০তম বারের মতো কোভিড পজিটিভ হয়েছি। সত্যি বলতে কোভিডের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছি না। আমার নাক বেয়ে জল পড়েই যাচ্ছে। দুনিয়ার নানা জায়গার হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আমি মানসিকভাবে বিধ্বস্ত। চলতি বছর খুব কঠিন ছিল। নতুন বছরও ঠিক একইভাবে শুরু হতে চলেছে।আমি টিকা নেওয়ার পক্ষে। কোভিডের আগে পরিস্থিতি যেমন ছিল, আমি চাই সেভাবে সবাই জীবন শুরু করি।’

আরও পড়ুন: কেন্দ্রের পোর্টালে বাংলার কোভিড তথ্য আপলোড নিয়ে শুরু হয়েছে জল্পনা! মুখে কুলুপ স্বাস্থ্য ভবন

 

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকের আগে মন্ত্রীদের করতে হবে কোভিড পরীক্ষা!

আরও পড়ুন: ভারতে ঊর্ধ্বমুখী কোভিড, উদ্বেগ বাড়াচ্ছে কেরল এবং গুজরাত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গত দু’বছরে ২৫০ বার কোভিড আক্রান্ত হয়েছেন ফরাসি টেনিস তারকা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সারা পৃথিবী জুড়ে বিগত দু’বছর ধরে  করোনা ভাইরাসের দাপট চলছে। মাঝেমধ্যে এর মাত্রা কমলেও ফের বাড়তে শুরু করে।  সাধারণ মানুষ থেকে তারকা জগতের লোকজনও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেকেই সুস্থ হয়েছেন, অনেকে আর ফিরে আসতে পারেননি। কেউ কেউ একাধিকবার করোনা আক্রান্ত হয়েছেন। তবে ফ্রান্সের এক টেনিস খেলোয়াড়ের জীবনে যা ঘটেছে, তা অভাবনীয়।বিশ্ব টেনিস র‍্যাকিংয়ে  ৪৬তম খেলোয়াড় বেনোইত পেইর বর্তমানে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এটার চেয়ে বড় কথা, তিনি এখন পর্যন্ত ২৫০ বার করোনা পজিটিভ হয়েছেন।

নতুন বছরের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে মেলবোর্নে একটি টুর্নামেন্ট খেলার কথা ছিল তার। কিন্তু পজিটিভ হওয়ায় অজ্ঞাত জায়গায় তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। এর আগে তিনি করোনার টিকা নিয়েছেন এবং টিকা নেওয়ার পক্ষে বারবার কথাও বলেছেন। তবে এতবার করোনা পজিটিভ হওয়ায় ভীষণ বিরক্তি প্রকাশ করছেন পেইর। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার নাম বেনোইত পেইর। আমি ২৫০তম বারের মতো কোভিড পজিটিভ হয়েছি। সত্যি বলতে কোভিডের সঙ্গে আর কুলিয়ে উঠতে পারছি না। আমার নাক বেয়ে জল পড়েই যাচ্ছে। দুনিয়ার নানা জায়গার হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে থাকতে আমি মানসিকভাবে বিধ্বস্ত। চলতি বছর খুব কঠিন ছিল। নতুন বছরও ঠিক একইভাবে শুরু হতে চলেছে।আমি টিকা নেওয়ার পক্ষে। কোভিডের আগে পরিস্থিতি যেমন ছিল, আমি চাই সেভাবে সবাই জীবন শুরু করি।’

আরও পড়ুন: কেন্দ্রের পোর্টালে বাংলার কোভিড তথ্য আপলোড নিয়ে শুরু হয়েছে জল্পনা! মুখে কুলুপ স্বাস্থ্য ভবন

 

আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকের আগে মন্ত্রীদের করতে হবে কোভিড পরীক্ষা!

আরও পড়ুন: ভারতে ঊর্ধ্বমুখী কোভিড, উদ্বেগ বাড়াচ্ছে কেরল এবং গুজরাত