প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউতে ভিডিও রেকর্ডিং হবে: পর্ষদ

- আপডেট : ১৫ অক্টোবর ২০২২, শনিবার
- / 9
পুবের কলম প্রতিবেদক: শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে ভিডিও রেকর্ডিং হবে বলে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।
এর পাশাপাশি সংরক্ষিত করা হবে সেই ভিডিও ফুটেজ। যাতে ভবিষ্যতে নিয়োগ ঘিরে প্রশ্ন উঠলে সেই ফুটেজ আদালতে পেশ করা যায়। পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষাবিদ থেকে রাজনীতিবিদ সকলে।
প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং এসএসসির শিক্ষক নিয়োগে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতি থেকে মুক্ত হতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পর্ষদ।
জানা গিয়েছে, চলতি বছরে প্রাথমিক শিক্ষক নিয়োগের পথে হাঁটছে পর্ষদ। চলতি বছর ১১ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট) নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
টেট উত্তীর্ণদের ইন্টারভিউ রুমে ঢোকার সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে বেরিয়ে যাওয়া পর্যন্ত পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিংয়ে ধরে রাখা হবে। পাশাপাশি নথি যাচাই প্রক্রিয়াও ভিডিও ক্যামেরায় ধরা থাকবে।
এনসিটিই-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে দেওয়া অ্যাকাডেমিক এবং প্রফেশনাল যোগ্যতা অর্জন করেছেন, এমন প্রার্থীরাই আবেদনের জন্য যোগ্য। মোট ১৫০ নম্বরের টেট পরীক্ষায় যে সকল প্রার্থী ৬০ শতাংশের বেশি নম্বর পাবেন, তাদের ২০২২ সালের টেট উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে।
জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০ টাকা, ওবিসি-এ ও ওবিসি বি ক্যাটাগরির জন্য ১০০ টাকা এবং এসি- এসটি-সহ অন্যান্য ক্যাটাগরির জন্য ৫০ টাকা করে ফি দিতে হবে প্রার্থীদের।