২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলায় তৈরি হবে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুন ২০২২, শনিবার
  • / 75

পুবের কলম প্রতিবেদক: পুণে মেট্রো হতে চলেছে আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো। সেই মেট্রোর কোচ বানানো হবে পশ্চিমবঙ্গে। ইতালিয়ান প্রযুক্তির সঙ্গে ভারতের মেলবন্ধনে প্রথম রেল বানানো শুরু হতে চলেছে এখানেই। যার জেরে উৎসাহিত শিল্পমহল। বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে সেই কোচ। আর তা বানানো হবে উত্তরপাড়ায়।

জানা গিয়েছে, নতুন কোচে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে এই প্রথম থাকছে অ্যান্টি ড্র্যাগ সিস্টেম। যার ফলে যদি কোনওভাবে দরজায় কিছু আটকে যায়, অত্যন্ত সূক্ষ্ম কিছু আটকে গেলেও ট্রেন চালু হবে না। কামরার ভেতরে থাকছে ইনফ্রারেড ফায়ার ডিটেকশন ইউনিট।

আরও পড়ুন: বাংলার প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটালাইজেশন

যাত্রীদের বসার আসন হবে বেশি আরামদায়ক। থাকছে হুইল চেয়ার রাখার ব্যবস্থা। গোটা কামরায় থাকছে একাধিক সিসি ক্যামেরা। যা থেকে ফিড পাবেন মোটরম্যান। ফলে কামরার প্রতিটি কোণায় কি হচ্ছে তা নজরে থাকবে মোটরম্যানের।

আরও পড়ুন: সিকিমে দুর্ঘটনার কবলে বাংলা ও ওড়িশার পর্যটকরা, নিখোঁজ ৯ জন

 

আরও পড়ুন: প্রবল বৃষ্টির অশনি সংকেত বাংলায়, ভাসতে পারে সাত জেলা

২০২১ সালের জুন মাসে তাই পুণে মেট্রোর জন্যে প্রথম ৩টি ট্রেন সেট এসে পৌছে গিয়েছে ভারতে। টিটাগড় ওয়াগনের ইটালির কারখানায় বানানো হচ্ছে এই মেট্রো কোচগুলি।

সংস্থা সূত্রে খবর, দেশে এর আগে এমন কোচ বানানো হয়নি। প্রতিটি কোচ হবে অ্যালুমিনিয়ামের। যা সাধারণ মেট্রো কোচের চেয়ে প্রায় ৫ টন হালকা হতে চলেছে। এই কোচ হবে পরিবেশ বান্ধব।

সংস্থা সূত্রে দাবি, এই কোচ চালু হলে বিদ্যুৎ খরচ অনেক কম হবে। গোটাটাই ইতালিয়ান প্রযুক্তি ব্যবহার করে বানানো হচ্ছে। কোচগুলির ভেতরে জায়গা অনেকটাই বেশি। থাকছে বেশ বড় জানলা। হ্যান্ডেল রয়েছে সুবিধাজনক উচ্চতায়।

কেন্দ্রীয় নগরায়ন মন্ত্রকের সচিব দূর্গা শঙ্কর মিশ্র আগেই জানিয়েছেন, প্রথম ৩টি ট্রেন সেট ইতালি থেকে আসলেও, বাকি সব ট্রেন তৈরি করা হবে ভারতেই। আর সেই কাজ করবে বাংলার সংস্থা টিটাগড় ওয়াগন। পুণে মেট্রোর জন্যে প্রয়োজন মোট ১০২টি কোচ। তিনটি করে কোচ নিয়ে একটা করে ট্রেন সেট বানানো হবে। প্রতিটি কোচই হবে অত্যন্ত আধুনিক মানের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলায় তৈরি হবে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো

আপডেট : ৪ জুন ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: পুণে মেট্রো হতে চলেছে আগামী দিনে দেশের সবচেয়ে আধুনিক মেট্রো। সেই মেট্রোর কোচ বানানো হবে পশ্চিমবঙ্গে। ইতালিয়ান প্রযুক্তির সঙ্গে ভারতের মেলবন্ধনে প্রথম রেল বানানো শুরু হতে চলেছে এখানেই। যার জেরে উৎসাহিত শিল্পমহল। বাংলার শিল্প সংস্থা টিটাগড় ওয়াগন বানাবে সেই কোচ। আর তা বানানো হবে উত্তরপাড়ায়।

জানা গিয়েছে, নতুন কোচে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মধ্যে এই প্রথম থাকছে অ্যান্টি ড্র্যাগ সিস্টেম। যার ফলে যদি কোনওভাবে দরজায় কিছু আটকে যায়, অত্যন্ত সূক্ষ্ম কিছু আটকে গেলেও ট্রেন চালু হবে না। কামরার ভেতরে থাকছে ইনফ্রারেড ফায়ার ডিটেকশন ইউনিট।

আরও পড়ুন: বাংলার প্রাচীন পাণ্ডুলিপির ডিজিটালাইজেশন

যাত্রীদের বসার আসন হবে বেশি আরামদায়ক। থাকছে হুইল চেয়ার রাখার ব্যবস্থা। গোটা কামরায় থাকছে একাধিক সিসি ক্যামেরা। যা থেকে ফিড পাবেন মোটরম্যান। ফলে কামরার প্রতিটি কোণায় কি হচ্ছে তা নজরে থাকবে মোটরম্যানের।

আরও পড়ুন: সিকিমে দুর্ঘটনার কবলে বাংলা ও ওড়িশার পর্যটকরা, নিখোঁজ ৯ জন

 

আরও পড়ুন: প্রবল বৃষ্টির অশনি সংকেত বাংলায়, ভাসতে পারে সাত জেলা

২০২১ সালের জুন মাসে তাই পুণে মেট্রোর জন্যে প্রথম ৩টি ট্রেন সেট এসে পৌছে গিয়েছে ভারতে। টিটাগড় ওয়াগনের ইটালির কারখানায় বানানো হচ্ছে এই মেট্রো কোচগুলি।

সংস্থা সূত্রে খবর, দেশে এর আগে এমন কোচ বানানো হয়নি। প্রতিটি কোচ হবে অ্যালুমিনিয়ামের। যা সাধারণ মেট্রো কোচের চেয়ে প্রায় ৫ টন হালকা হতে চলেছে। এই কোচ হবে পরিবেশ বান্ধব।

সংস্থা সূত্রে দাবি, এই কোচ চালু হলে বিদ্যুৎ খরচ অনেক কম হবে। গোটাটাই ইতালিয়ান প্রযুক্তি ব্যবহার করে বানানো হচ্ছে। কোচগুলির ভেতরে জায়গা অনেকটাই বেশি। থাকছে বেশ বড় জানলা। হ্যান্ডেল রয়েছে সুবিধাজনক উচ্চতায়।

কেন্দ্রীয় নগরায়ন মন্ত্রকের সচিব দূর্গা শঙ্কর মিশ্র আগেই জানিয়েছেন, প্রথম ৩টি ট্রেন সেট ইতালি থেকে আসলেও, বাকি সব ট্রেন তৈরি করা হবে ভারতেই। আর সেই কাজ করবে বাংলার সংস্থা টিটাগড় ওয়াগন। পুণে মেট্রোর জন্যে প্রয়োজন মোট ১০২টি কোচ। তিনটি করে কোচ নিয়ে একটা করে ট্রেন সেট বানানো হবে। প্রতিটি কোচই হবে অত্যন্ত আধুনিক মানের।