জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা,রেহাই পাবে না কলকাতাও

- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্ক: গত শনিবার থেকেই অবিরল বৃষ্টিতে ভিজছে রাজ্যের একাংশ। সোমবার সারাদিন দফায় দফায় বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে।কখনও ঝিরঝিরে আবার কখনও মুষলধারায় চলছে বর্ষণ।
আজ মঙ্গলবারও রেহাই পাবে না রাজ্যবাসি। ইতিমধ্যেই সকাল থেকেই আকাশে কালো মেঘ জমেছে।মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদে। হাওয়া অফিস সূত্রে খবর, সমুদ্র উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ বেশি থাকায় বুধবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম হয়েছে ২৪.৭ ডিগ্রি। পরশু সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। গতকাল তা নেমে যায় ২৬.৮ ডিগ্রিতে। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। আলিপুরে এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে ৯৩.৭ মিলিমিটার। সার্বিকভাবে কলকাতায় গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭০.৯ মিলিমি