২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাদ ফুটো করে ঘরে উল্কাপিণ্ড!

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার
  • / 39

পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের হোপওয়েল শহরের একটি বাড়ির ছাদ ফুটো করে দুই পাউন্ড ওজনের একটি ধাতব বস্তু আছড়ে পড়েছে। ধাতব বস্তুটি উল্কাপিণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওল্ড ওয়াশিংটন ক্রসিং পেনিংটন রোড এলাকায় অবস্থিত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, বস্তুটি আয়তাকার। দেখতে ধাতব পদার্থের মতো। মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছয় ইঞ্চি দৈর্ঘ্য ও চার ইঞ্চি প্রস্থের বস্তুটি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল। মার্কিন বিশেষজ্ঞরা বস্তুটির বাহ্যিক আকৃতি, ঘনত্ব পরিমাপ ও ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করেন। অবশেষে জানা যায়, বস্তুটি পৃথিবীর নয়। এটি মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড। কলেজ অব নিউজার্সির পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান নাথান ম্যাগি বলেন, কলেজের শিক্ষার্থী, অধ্যাপকসহ আমার জন্য উল্কাপিণ্ড পরীক্ষার সুযোগ ছিল বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। পরিবারটি বাড়ির ছাদে আছড়ে পড়া বস্তুটিকে মহাকাশ থেকে আসা উপহার হিসেবে বিবেচনা করছে।পরিবারটির এক সদস্য বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো পাথর ছুড়েছে। পরে বুঝতে পারেন, বিষয়টি তা নয়।

আরও পড়ুন: breaking: কোচবিহারের দিনহাটায় দিন দুপুরে বাড়িতে ঢুকে গুলি, মৃত যুবক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছাদ ফুটো করে ঘরে উল্কাপিণ্ড!

আপডেট : ১৩ মে ২০২৩, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের হোপওয়েল শহরের একটি বাড়ির ছাদ ফুটো করে দুই পাউন্ড ওজনের একটি ধাতব বস্তু আছড়ে পড়েছে। ধাতব বস্তুটি উল্কাপিণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ওল্ড ওয়াশিংটন ক্রসিং পেনিংটন রোড এলাকায় অবস্থিত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, বস্তুটি আয়তাকার। দেখতে ধাতব পদার্থের মতো। মার্কিন বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছয় ইঞ্চি দৈর্ঘ্য ও চার ইঞ্চি প্রস্থের বস্তুটি নিয়ে রহস্য সৃষ্টি হয়েছিল। মার্কিন বিশেষজ্ঞরা বস্তুটির বাহ্যিক আকৃতি, ঘনত্ব পরিমাপ ও ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা করেন। অবশেষে জানা যায়, বস্তুটি পৃথিবীর নয়। এটি মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড। কলেজ অব নিউজার্সির পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান নাথান ম্যাগি বলেন, কলেজের শিক্ষার্থী, অধ্যাপকসহ আমার জন্য উল্কাপিণ্ড পরীক্ষার সুযোগ ছিল বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতা। পরিবারটি বাড়ির ছাদে আছড়ে পড়া বস্তুটিকে মহাকাশ থেকে আসা উপহার হিসেবে বিবেচনা করছে।পরিবারটির এক সদস্য বলেন, শুরুতে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো পাথর ছুড়েছে। পরে বুঝতে পারেন, বিষয়টি তা নয়।

আরও পড়ুন: breaking: কোচবিহারের দিনহাটায় দিন দুপুরে বাড়িতে ঢুকে গুলি, মৃত যুবক