০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বুধ সকালে মথুরাখন্ডে ফাঁদে পা দিলেন দক্ষিণ রায়, মিলল স্বস্তি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার
  • / 58

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে বনদফতরের পাতা খাঁচায় বন্দী হলেন গোসাবার মথুরাখন্ডে আতঙ্ক সৃষ্টিকারী সেই রয়াল বেঙ্গল টাইগার। বুধবারের সকালটা সুখবরই বয়ে আনল গোসাবার মথুরাখন্ডের বাসিন্দাদের কাছে।

আরও পড়ুন: গোসাবাতে কোন রকমে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে প্রাণে বাঁচলেন যাত্রীরা

গ্রামে ঢুকে গরু-ছাগল মারার পাশাপাশি তার তীব্র হুঙ্কারের কাঁটা হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। গত সোমবার গভীর রাতে পীরখালির জঙ্গল থেকে নদী সাঁতরে সে ঢুকে পড়ে মথুরাখন্ডের গ্রামে। এরপর সোজা হানা দেয় স্থানীয় এক বাসিন্দার গোয়ালে।
সেখানে তিনটে ছাগল এবং একটা গরু মেরে সে জমিয়ে ভূরিভোজন করে।

আরও পড়ুন: পাথরপ্রতিমায় লোকালয়ে পুকুরে আবার কুমির

মঙ্গলবার সকালে গ্রামের মানুষজন বাঘের পায়ের ছাপ দখে আতঙ্কিত হয়ে পড়ে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে বাঘ ধরার ফাঁদ পাতে।

আরও পড়ুন: গোসাবায় শাসক দলের গোষ্ঠীকোন্দল, জখম ৬

খুব সম্প্রতি কুলতলিতেও লোকালয়ে চলে আসে বাঘ। চার-পাঁচদিন ধরে বন দফতরের কর্মীদের সঙ্গে লুকোচুরি খেলে সে রণেভঙ্গ দেয়।

বন্যপ্রাণ বিশেষজ্ঞদের সুন্দরবনের প্রাণভোমরা ম্যানগ্রোভ অরণ্য নির্বিচারে ধ্বংস হচ্ছে, খাবারে টান পড়ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। যার ফলশ্রুতিতে রয়্যাল বেঙ্গল টাইগারা খাদ্যের তাগিদে হানা দিচ্ছে লোকালয়ে। ( ছবি প্রতীকী)

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুধ সকালে মথুরাখন্ডে ফাঁদে পা দিলেন দক্ষিণ রায়, মিলল স্বস্তি

আপডেট : ১২ জানুয়ারী ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে বনদফতরের পাতা খাঁচায় বন্দী হলেন গোসাবার মথুরাখন্ডে আতঙ্ক সৃষ্টিকারী সেই রয়াল বেঙ্গল টাইগার। বুধবারের সকালটা সুখবরই বয়ে আনল গোসাবার মথুরাখন্ডের বাসিন্দাদের কাছে।

আরও পড়ুন: গোসাবাতে কোন রকমে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে প্রাণে বাঁচলেন যাত্রীরা

গ্রামে ঢুকে গরু-ছাগল মারার পাশাপাশি তার তীব্র হুঙ্কারের কাঁটা হয়েছিলেন গ্রামের বাসিন্দারা। গত সোমবার গভীর রাতে পীরখালির জঙ্গল থেকে নদী সাঁতরে সে ঢুকে পড়ে মথুরাখন্ডের গ্রামে। এরপর সোজা হানা দেয় স্থানীয় এক বাসিন্দার গোয়ালে।
সেখানে তিনটে ছাগল এবং একটা গরু মেরে সে জমিয়ে ভূরিভোজন করে।

আরও পড়ুন: পাথরপ্রতিমায় লোকালয়ে পুকুরে আবার কুমির

মঙ্গলবার সকালে গ্রামের মানুষজন বাঘের পায়ের ছাপ দখে আতঙ্কিত হয়ে পড়ে। বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে বাঘ ধরার ফাঁদ পাতে।

আরও পড়ুন: গোসাবায় শাসক দলের গোষ্ঠীকোন্দল, জখম ৬

খুব সম্প্রতি কুলতলিতেও লোকালয়ে চলে আসে বাঘ। চার-পাঁচদিন ধরে বন দফতরের কর্মীদের সঙ্গে লুকোচুরি খেলে সে রণেভঙ্গ দেয়।

বন্যপ্রাণ বিশেষজ্ঞদের সুন্দরবনের প্রাণভোমরা ম্যানগ্রোভ অরণ্য নির্বিচারে ধ্বংস হচ্ছে, খাবারে টান পড়ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। যার ফলশ্রুতিতে রয়্যাল বেঙ্গল টাইগারা খাদ্যের তাগিদে হানা দিচ্ছে লোকালয়ে। ( ছবি প্রতীকী)