উপত্যকায় নাশকতার ছক বানচাল, উদ্ধার প্রচুর আইইডি বিস্ফোরক

- আপডেট : ১৬ এপ্রিল ২০২২, শনিবার
- / 78
পুবের কলম, ওয়েবডেস্ক: দুদিন আগেই উপত্যকায় জঙ্গি হামলার ঘটনায় নিহত হয়েছিল রাজপুত সম্প্রদায়ের এক ব্যক্তি। তার মাথায় ও বুকে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবার ফের উপত্যকায় প্রচুর আইইডি বিস্ফোরক উদ্ধার করল যৌথবাহিনী। রাজৌরি জেলার এসপি জানিয়েছেন, পুলিশের তরফ থেকে বম্ব স্কোয়াড পাঠানো হয়। নিরাপদ দূরত্বে বিস্ফোরকগুলি সরিয়ে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটনো হয়েছে।
জানা গিয়েছে, রাজৌরি গুরদান এলাকা থেকে বিপুল পরিমাণে আইইডি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট সীমা নবি কাশবা জানিয়েছেন, আইইডি বিস্ফোরকগুলি উদ্ধার করে নিরাপদ জায়গায় বিস্ফোরক ঘটানো হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ উদ্যোগে শনিবার ভোররাত থেকেই তল্লাশি শুরু হয়।রাস্তার ধারেই সন্দেহজনক একটি বস্তু উদ্ধার করা হয়। ওই ব্যাগে আইইডি বিস্ফোরক ভরা ছিল।