২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হায়দরাবাদে নাবালিকা গণধর্ষণের ঘটনায় গ্রেফতার নেতার ছেলে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ জুন ২০২২, শনিবার
  • / 72

পুবের কলম, ওয়েবডেস্ক: হায়দরাবাদের গণধর্ষণের ঘটনায় গ্রেফতার তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পার্টির দলের নেতার ছেলে। পুলিশ সূত্রে খবর ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ওই নেতার ছেলে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে হায়দরাবাদের জুবিলি পার্ক দিয়ে রাতে একটি পার্টি থেকে ফেরার পথে ওই নাবালিকার ওপর পাঁচজন মিলে পাশবিক অত্যাচার চালায়। ঘটনায় পাঁচ অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজন নাবালক। এদের মধ্যে একজন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পার্টির নেতার ছেলে। ধৃতের নাম সাদুদ্দিন মালিক।

 

আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে

পুলিশ সূত্রে খবর, গত ২৮ মে রাতে পার্টি সেরে ফেরার পথে ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। এদের মধ্যে তিনজন নাবালক।

আরও পড়ুন: ক্যাম্পাসে নিষিদ্ধ বিক্ষোভ, ওসমানিয়া কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি ঘিরে অশান্তির চেষ্টা এবিভিপির

 

আরও পড়ুন: টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক

সিয়িয়র পুলিশ আধিকারিক জোয়েল ডেভিস জানিয়েছে, তেলেঙ্গানা রাজ্যে রাজনৈতিক নেতা-নেত্রীর সন্তানরা ছোট থেকেই খুব বিলাস বৈভবের মধ্যে বড় হয়ে ওঠে। সিকিউরিটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নির্যাতিতাকে পাবের বাইরে দাঁড়িয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ছেলেরা তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার প্রস্তাব নেয়। এর পর তারা একটি পেস্ট্রি ও কফি শপে যায় সেখানে তারা তাদের ইনোভা গাড়িটি পরিবর্তন করে। কিছুক্ষণ যাওয়ার পর, তারা গাড়ির মধ্যে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।

প্রাথমিকভাবে শ্লীলতাহানি অভিযোগ দায়ের করে পুলিশ।  পরে মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।

ঘটনায় টিআরএসের কার্যকরী সভাপতি, তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিপি ও হায়দরাবাদ সিটি পুলিশ কমিশনারকে এই মামলায় “অবিলম্বে এবং কঠোর ব্যবস্থা” নেওয়ার অনুরোধ করেছেন।

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হায়দরাবাদে নাবালিকা গণধর্ষণের ঘটনায় গ্রেফতার নেতার ছেলে

আপডেট : ৪ জুন ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: হায়দরাবাদের গণধর্ষণের ঘটনায় গ্রেফতার তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পার্টির দলের নেতার ছেলে। পুলিশ সূত্রে খবর ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে ওই নেতার ছেলে গ্রেফতার করা হয়েছে। গত সপ্তাহে হায়দরাবাদের জুবিলি পার্ক দিয়ে রাতে একটি পার্টি থেকে ফেরার পথে ওই নাবালিকার ওপর পাঁচজন মিলে পাশবিক অত্যাচার চালায়। ঘটনায় পাঁচ অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজন নাবালক। এদের মধ্যে একজন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি পার্টির নেতার ছেলে। ধৃতের নাম সাদুদ্দিন মালিক।

 

আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে

পুলিশ সূত্রে খবর, গত ২৮ মে রাতে পার্টি সেরে ফেরার পথে ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে গণধর্ষণের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। এদের মধ্যে তিনজন নাবালক।

আরও পড়ুন: ক্যাম্পাসে নিষিদ্ধ বিক্ষোভ, ওসমানিয়া কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি ঘিরে অশান্তির চেষ্টা এবিভিপির

 

আরও পড়ুন: টানেল ধস: উদ্ধারকাজে ব্যর্থ এনডিআরএফ, তেলেঙ্গানার সুড়ঙ্গে এখনও আটকে ৮ শ্রমিক

সিয়িয়র পুলিশ আধিকারিক জোয়েল ডেভিস জানিয়েছে, তেলেঙ্গানা রাজ্যে রাজনৈতিক নেতা-নেত্রীর সন্তানরা ছোট থেকেই খুব বিলাস বৈভবের মধ্যে বড় হয়ে ওঠে। সিকিউরিটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, নির্যাতিতাকে পাবের বাইরে দাঁড়িয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। ছেলেরা তাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেওয়ার প্রস্তাব নেয়। এর পর তারা একটি পেস্ট্রি ও কফি শপে যায় সেখানে তারা তাদের ইনোভা গাড়িটি পরিবর্তন করে। কিছুক্ষণ যাওয়ার পর, তারা গাড়ির মধ্যে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ।

প্রাথমিকভাবে শ্লীলতাহানি অভিযোগ দায়ের করে পুলিশ।  পরে মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়।

ঘটনায় টিআরএসের কার্যকরী সভাপতি, তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিপি ও হায়দরাবাদ সিটি পুলিশ কমিশনারকে এই মামলায় “অবিলম্বে এবং কঠোর ব্যবস্থা” নেওয়ার অনুরোধ করেছেন।