২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পোলিও মুক্ত দেশ হিসেবে ভারতকে ঘোষণার আট বছর পর কলকাতায় মিলল জীবাণু

Representative image

পুবের কলম ওয়েবডেস্কঃ আট বছর আগে ভারত কে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করে বিশ্বস্বাস্থ্য সংস্থা। কিন্তু  খুব সম্প্রতি কলকাতায় ফের সেই ভয়াল রোগের সন্ধান মিলল।

কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোয় মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলের নমুনায় মিলেছে পোলিওর জীবাণু। ( ভিডিপিভি টাইপ -১) । মে মাসের শেষে এই জীবাণুর সন্ধান মেলে।বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

দেশে শেষ পোলিও রোগীর সন্ধান মিলেছিল ২০১১ সালে। হাওড়া জেলার এক শিশুকন্যা পোলিও আক্রান্ত হয়। এরপর থেকে আর কোন পোলিও  আক্রান্তের সন্ধান মেলেনি। ২০১৪ সালের ২৭ শে মার্চ ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে শংসাপত্রও দেয় হু।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

আট বছর   পর ফের  মিলল পোলিওর জীবাণু। যদিও ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণার পরেও টানা চলেছে পালস পোলিও কর্মসূচী। পাঁচ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুকে খাওয়ানো হয় দু ডোজ পোলিও প্রতিষেধক।

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের

স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের কর্তারা জানিয়েছেন, এত দিন পরে নর্দমায় পোলিয়োর জীবাণু পাওয়ার অর্থ, প্রথমত তা কোনও পোলিয়ো-আক্রান্তের মল থেকে নিঃসৃত হয়ে থাকতে পারে।  খোলা যায়গায় মলত্যাগের জন্য তা মিশেছে নর্দমার জলে। এরফলে ওই মল থেকে জীবাণু ছড়িয়ে পড়ে অন্যকোন শিশুকে আক্রান্ত করার সম্ভাবানাও প্রবল।

ঘটনার পরিপ্রেক্ষিতে ২৬ মে স্বাস্থ্যদফতরে ডাকা হয় বৈঠক। সেখানে  ইউনিসেফ এবং বিশ্বস্বাস্থ্যসংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছি লেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে মেটিয়াবুরুজে আরও বেশি করে সার্ভিল্যান্স চালানো হবে। যার অর্থ হচ্ছে খোলা স্থানে মলত্যাগ না করার ওপর গুরুত্ব আরোপ, আরও বেশি করে টিকাকরণ। ইমিউনো ডেফিসিট চাইল্ড’ বা জন্মগত ভাবে রুগ্ন শিশুকে খুঁজে বার করা। তার চিকিৎসার ব্যবস্থা করা।

সর্বধিক পাঠিত

ওডিশায় পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মুর্শিদাবাদ; সরব তৃণমূল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পোলিও মুক্ত দেশ হিসেবে ভারতকে ঘোষণার আট বছর পর কলকাতায় মিলল জীবাণু

আপডেট : ১৫ জুন ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আট বছর আগে ভারত কে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করে বিশ্বস্বাস্থ্য সংস্থা। কিন্তু  খুব সম্প্রতি কলকাতায় ফের সেই ভয়াল রোগের সন্ধান মিলল।

কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোয় মেটিয়াবুরুজ এলাকায় নর্দমার জলের নমুনায় মিলেছে পোলিওর জীবাণু। ( ভিডিপিভি টাইপ -১) । মে মাসের শেষে এই জীবাণুর সন্ধান মেলে।বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

দেশে শেষ পোলিও রোগীর সন্ধান মিলেছিল ২০১১ সালে। হাওড়া জেলার এক শিশুকন্যা পোলিও আক্রান্ত হয়। এরপর থেকে আর কোন পোলিও  আক্রান্তের সন্ধান মেলেনি। ২০১৪ সালের ২৭ শে মার্চ ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করে শংসাপত্রও দেয় হু।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

আট বছর   পর ফের  মিলল পোলিওর জীবাণু। যদিও ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণার পরেও টানা চলেছে পালস পোলিও কর্মসূচী। পাঁচ বছর বয়স পর্যন্ত প্রতিটি শিশুকে খাওয়ানো হয় দু ডোজ পোলিও প্রতিষেধক।

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের

স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের কর্তারা জানিয়েছেন, এত দিন পরে নর্দমায় পোলিয়োর জীবাণু পাওয়ার অর্থ, প্রথমত তা কোনও পোলিয়ো-আক্রান্তের মল থেকে নিঃসৃত হয়ে থাকতে পারে।  খোলা যায়গায় মলত্যাগের জন্য তা মিশেছে নর্দমার জলে। এরফলে ওই মল থেকে জীবাণু ছড়িয়ে পড়ে অন্যকোন শিশুকে আক্রান্ত করার সম্ভাবানাও প্রবল।

ঘটনার পরিপ্রেক্ষিতে ২৬ মে স্বাস্থ্যদফতরে ডাকা হয় বৈঠক। সেখানে  ইউনিসেফ এবং বিশ্বস্বাস্থ্যসংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছি লেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে মেটিয়াবুরুজে আরও বেশি করে সার্ভিল্যান্স চালানো হবে। যার অর্থ হচ্ছে খোলা স্থানে মলত্যাগ না করার ওপর গুরুত্ব আরোপ, আরও বেশি করে টিকাকরণ। ইমিউনো ডেফিসিট চাইল্ড’ বা জন্মগত ভাবে রুগ্ন শিশুকে খুঁজে বার করা। তার চিকিৎসার ব্যবস্থা করা।