২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড মরক্কোতে, স্বীকৃতি দিয়ে ভিডিও পোস্ট করল গিনেশ বুক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার
  • / 49

 

পুবের কলম ওয়েবডেস্ক: একই সঙ্গে ৯ জন সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড করেছেন এক মা। সন্তানরা সকলেই জীবিত ও সুস্থ আছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এই ঘটনা কে স্বীকৃতি দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে তাদের ট্যুইটার ও ইনস্টাগ্রাম আ্যকাউন্টে। ৯ সন্তানের জন্ম দেওয়া ওই মা মরক্কোর নাগরিক নাম সিজে।

আরও পড়ুন: ভালো কাজের স্বীকৃতি, স্বাস্থ্য কর্মীদের “ডেঙ্গু সেনানী সম্মাননা” পুরস্কার দিল হাওড়া পুরসভা

মঙ্গলবার গিনেস নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর দিয়ে লিখেছে, ‘‘৯ সন্তানের মধ্যে ৫টি শিশুকন্যা। তাদের নাম, আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং চারটি শিশুপুত্র- ওমর, এলহাদজি, বাহ ও মুহাম্মদ(ষষ্ঠ)। এদের বাবা মায়ের নাম শ্রী এবং শ্রীমতী সিজে।’’

আরও পড়ুন: ফিলিস্তিনের সমর্থনে মরক্কোয় বিক্ষোভ

এই প্রথম ননুপ্লেটস জীবিত ও সুস্থ থাকার ঘটনা ঘটলো (একসঙ্গে একই গর্ভ থেকে ভূমিষ্ঠ নয় সন্তান)। এর আগে কোনদিন ভূমিষ্ট হওয়া ননুপ্লেটস রা জন্মের কয়েকঘন্টার বেশি বাঁচেনি।

আরও পড়ুন: সব সীমানা ছাড়িয়ে গেল মরক্কোর গর্জন

মরক্কোর বাসিন্দা সিজে গত ২০২১ সালের ৪মে জন্ম দেন নয় সন্তানের। তবে তাঁর গর্ভে যে ৯টি সন্তান বড় হচ্ছে সে কথা তিনি নিজেও জানতেন না। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশিত ভিডিওতে সিজে বলেন চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন মোট ৭ টি সন্তান আছে, কিন্তু অস্ত্রোপচারের পর দেখা যায় আছে মোট ৯ টি সন্তান।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড মরক্কোতে, স্বীকৃতি দিয়ে ভিডিও পোস্ট করল গিনেশ বুক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: একই সঙ্গে ৯ জন সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড করেছেন এক মা। সন্তানরা সকলেই জীবিত ও সুস্থ আছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এই ঘটনা কে স্বীকৃতি দিয়ে একটি ভিডিও পোস্ট করেছে তাদের ট্যুইটার ও ইনস্টাগ্রাম আ্যকাউন্টে। ৯ সন্তানের জন্ম দেওয়া ওই মা মরক্কোর নাগরিক নাম সিজে।

আরও পড়ুন: ভালো কাজের স্বীকৃতি, স্বাস্থ্য কর্মীদের “ডেঙ্গু সেনানী সম্মাননা” পুরস্কার দিল হাওড়া পুরসভা

মঙ্গলবার গিনেস নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই খবর দিয়ে লিখেছে, ‘‘৯ সন্তানের মধ্যে ৫টি শিশুকন্যা। তাদের নাম, আদামা, ওমু, হাওয়া, কাদিদিয়া, ফতুমা এবং চারটি শিশুপুত্র- ওমর, এলহাদজি, বাহ ও মুহাম্মদ(ষষ্ঠ)। এদের বাবা মায়ের নাম শ্রী এবং শ্রীমতী সিজে।’’

আরও পড়ুন: ফিলিস্তিনের সমর্থনে মরক্কোয় বিক্ষোভ

এই প্রথম ননুপ্লেটস জীবিত ও সুস্থ থাকার ঘটনা ঘটলো (একসঙ্গে একই গর্ভ থেকে ভূমিষ্ঠ নয় সন্তান)। এর আগে কোনদিন ভূমিষ্ট হওয়া ননুপ্লেটস রা জন্মের কয়েকঘন্টার বেশি বাঁচেনি।

আরও পড়ুন: সব সীমানা ছাড়িয়ে গেল মরক্কোর গর্জন

মরক্কোর বাসিন্দা সিজে গত ২০২১ সালের ৪মে জন্ম দেন নয় সন্তানের। তবে তাঁর গর্ভে যে ৯টি সন্তান বড় হচ্ছে সে কথা তিনি নিজেও জানতেন না। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের প্রকাশিত ভিডিওতে সিজে বলেন চিকিৎসকরা প্রথমে ভেবেছিলেন মোট ৭ টি সন্তান আছে, কিন্তু অস্ত্রোপচারের পর দেখা যায় আছে মোট ৯ টি সন্তান।