০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

এই প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদির নারীরা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার
  • / 4

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ইতিহাসে এই প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদি আরবের নারীরা।উট উৎসবের ষষ্ঠ পর্বে প্রথমবারের মতো নারীরা অংশগ্রহণের সুযোগ পান।সৌদির রাজধানী রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে ৩২ কিলোমিটার এলাকাজুড়ে কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী নারীদের মধ্যে বিপুল উৎসাহও দেখা যায়।

 

প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম পাঁচজনের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন হায়া আল আসকার, দ্বিতীয় স্থান অধিকার করেন রাসমা আল দুসারি, তৃতীয় স্থান অধিকার করেন মালাত বিনতে আউন, চতুর্থ স্থান অধিকার করেন লামিয়া আল রাশিদি এবং পঞ্চম স্থান অধিকার করেন দালাল বিনতে আবদুল্লাহ আল উতাইবি।

প্রথমবারের মতো উটের এ প্রতিযোগিতায় ৩৪ জন নারী অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় নিজের উচ্ছ্বাস গোপন রাখেননি হায়া আল আসকার। দ্য বোর্ড অব দ্য ক্যামেল ক্লাবের চেয়ারম্যান ফাহাদ বিন হিতলিনের প্রতি কৃতজ্ঞতা জানান হায়া।

প্রতিযোগিতায় আরবের বিখ্যাত আল মুগাতির উটও অন্তর্ভুক্ত ছিল। বেদুইন উপজাতির মধ্যে বিভিন্ন রঙের আল মুগাতির উট দেখা যায়। সাদা, হলুদ, লালসহ নানা রঙের এসব উটের একেক ধরনের নাম রয়েছে। এ উৎসবে সৌদি ছাড়াও ব্রিটেন, রাশিয়া, ফ্রান্সসহ অনেক দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এই প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদির নারীরা

আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ ইতিহাসে এই প্রথমবার উট উৎসবে অংশ নিলেন সৌদি আরবের নারীরা।উট উৎসবের ষষ্ঠ পর্বে প্রথমবারের মতো নারীরা অংশগ্রহণের সুযোগ পান।সৌদির রাজধানী রিয়াদের উত্তর-পূর্বাঞ্চলে ৩২ কিলোমিটার এলাকাজুড়ে কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী নারীদের মধ্যে বিপুল উৎসাহও দেখা যায়।

 

প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম পাঁচজনের নাম ঘোষণা করা হয়। এতে প্রথম স্থান অধিকার করেন হায়া আল আসকার, দ্বিতীয় স্থান অধিকার করেন রাসমা আল দুসারি, তৃতীয় স্থান অধিকার করেন মালাত বিনতে আউন, চতুর্থ স্থান অধিকার করেন লামিয়া আল রাশিদি এবং পঞ্চম স্থান অধিকার করেন দালাল বিনতে আবদুল্লাহ আল উতাইবি।

প্রথমবারের মতো উটের এ প্রতিযোগিতায় ৩৪ জন নারী অংশ নিয়েছেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় নিজের উচ্ছ্বাস গোপন রাখেননি হায়া আল আসকার। দ্য বোর্ড অব দ্য ক্যামেল ক্লাবের চেয়ারম্যান ফাহাদ বিন হিতলিনের প্রতি কৃতজ্ঞতা জানান হায়া।

প্রতিযোগিতায় আরবের বিখ্যাত আল মুগাতির উটও অন্তর্ভুক্ত ছিল। বেদুইন উপজাতির মধ্যে বিভিন্ন রঙের আল মুগাতির উট দেখা যায়। সাদা, হলুদ, লালসহ নানা রঙের এসব উটের একেক ধরনের নাম রয়েছে। এ উৎসবে সৌদি ছাড়াও ব্রিটেন, রাশিয়া, ফ্রান্সসহ অনেক দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন।