১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাংলার কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন অরুণলাল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার
  • / 48

পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবারেই জানা গিয়েছে জীবনের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান কোচ অরুণলাল। এবার বাংলার কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন অরুণলাল ।

কে হবেন বাংলার পরবর্তী কোচ। আপাতত লক্ষীরতন শুক্লা এবং ওয়াসিম জাফরের নাম ঘোরাঘুরি করছে সিএবির অন্দরমহলে।

যদিও অরুণলালের কোচিংয়ে বাংলা যথেষ্ট ছন্দে আছে। শেষবার রনজি ফাইনালে খেলেছিল টিম। এবারও এলিট গ্রুপে শীর্ষে থেকে নকআউটে গিয়েছে বাংলা।

সিএবি সূত্রে  জানা যাচ্ছে অরুণলালের সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে। তাছাড়াও  নিজেও আর কোচ হিসেবে থাকতে  চাননা অরুণ। আপাতত লক্ষী এবং জাফরের নামটাই সবচেয়ে চর্চিত।

জাফরকে এই মরশুমেও কোচ করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষমেশ সেটা সম্ভব হয়নি। বরং ওড়িশার কোচের দায়িত্ব নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ওড়িশার সঙ্গে তাঁর চুক্তিও রয়েছে। তবু সিএবি চেষ্টা করবে যদি কোনওভাবে জাফরকে নিয়ে আসা যায়। একান্তই যদি জাফরকে না পায় সিএবি তখন বাংলার কোচ হিসবে দায়িত্ব তুলে দেওয়া হবে লক্ষীর হাতেই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার বাংলার কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন অরুণলাল

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ শুক্রবারেই জানা গিয়েছে জীবনের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান কোচ অরুণলাল। এবার বাংলার কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন অরুণলাল ।

কে হবেন বাংলার পরবর্তী কোচ। আপাতত লক্ষীরতন শুক্লা এবং ওয়াসিম জাফরের নাম ঘোরাঘুরি করছে সিএবির অন্দরমহলে।

যদিও অরুণলালের কোচিংয়ে বাংলা যথেষ্ট ছন্দে আছে। শেষবার রনজি ফাইনালে খেলেছিল টিম। এবারও এলিট গ্রুপে শীর্ষে থেকে নকআউটে গিয়েছে বাংলা।

সিএবি সূত্রে  জানা যাচ্ছে অরুণলালের সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হয়ে আসছে। তাছাড়াও  নিজেও আর কোচ হিসেবে থাকতে  চাননা অরুণ। আপাতত লক্ষী এবং জাফরের নামটাই সবচেয়ে চর্চিত।

জাফরকে এই মরশুমেও কোচ করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষমেশ সেটা সম্ভব হয়নি। বরং ওড়িশার কোচের দায়িত্ব নেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। ওড়িশার সঙ্গে তাঁর চুক্তিও রয়েছে। তবু সিএবি চেষ্টা করবে যদি কোনওভাবে জাফরকে নিয়ে আসা যায়। একান্তই যদি জাফরকে না পায় সিএবি তখন বাংলার কোচ হিসবে দায়িত্ব তুলে দেওয়া হবে লক্ষীর হাতেই।