২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার নব মহাকরণেই বসবে আদালত, ২৫ আগস্টেই আনুষ্ঠানিকভাবে বিল্ডিং হস্তান্তর

ইমামা খাতুন
  • আপডেট : ২১ অগাস্ট ২০২২, রবিবার
  • / 47

পুবের কলম প্রতিবেদক: আগেই ঠিক হয়েছিল নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে বসবে আদালত। তার জন্য সেখানে থাকা দফতরগুলি আগেই সরানোর প্রক্রিয়া শুরু হয়। এবার সব ঠিকঠাক থাকলে আগামী ২৫ আগস্টেই নব মহাকরণের একটি বড় অংশের দায়িত্ব কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেবে রাজ্য সরকার। রাজ্যের হয়ে তা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আদালতের আধিকারিক ও বেশ কয়েকজন বিচারপতি।

কলকাতা হাইকোর্ট-সহ বেশ কয়েকটি আদালতের পরিবেশ ক্রমশ ঘিঞ্জি হয়ে পড়েছিল। তাই রাজ্যের কাছে বিকল্প স্থানের জন্য আবেদন করেছিল আদালত কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আদালতের কাজের সুবিধার জন্য প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা প্রয়োজন ছিল। একইসঙ্গে সংশ্লিষ্ট আদালতগুলির কিছু শাখাও সরানো জরুরি হয়ে পড়েছিল। সেই গুরুত্ব বিবেচনা করেই নব মহাকরণের বড় অংশ রাজ্য সরকার তুলে দিচ্ছে আদালত কর্তৃপক্ষের হাতে। আগামী ২৫ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য সরকার নব মহাকরণকে আনুষ্ঠানিকভাবে আদালতের হাতে তুলে দেবে। অনুষ্ঠানটি হবে নব মহাকরণের ব্লক-বি-এর নবম তলায়।

আরও পড়ুন: সংখ্যালঘু নয় এমন আসনে সংরক্ষণ চালুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে মহারাষ্ট্রের সংখ্যালঘু সমাজ

প্রসঙ্গত, বামফ্রন্ট জামানায় রাজ্য সরকারের প্রায় সব সরকারি দফতর বসত মহাকরণে। কিন্তু সেখানে জায়গা হচ্ছিল না। সেই সমস্যার সমাধানের জন্য তৈরি করা হয়েছিল নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং।

আরও পড়ুন: ফয়জানের রহস্য মৃত্যুর কিনারা করতে আবাসিকদের ‘পলিগ্রাফ’ করাতে চায় সিট

সেখানে এতদিন পূর্ত, আইন-সহ একাধিক দফতর ছিল। এক থেকে সাততলা পর্যন্ত বসতেন কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আধিকারিক। এবার সেখান থেকে আইন, আবাসন, জনস্বাস্থ্য কারিগরির মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজারহাট নিউ টাউনে। তবে শ্রম ও সমবায় দফতরের মতো বেশ কিছু দফতর নব মহাকরণ থেকেই পরিচালিত হবে বলে সূত্রের খবর। কারণ, এক থেকে ন’তলা পর্যন্ত আদালত কর্তৃপক্ষকে দেওয়া হলেও বাকি অংশ থাকবে রাজ্য সরকারের হাতেই।

আরও পড়ুন: বগটুই কান্ডে অভিযুক্তের রহস্যমৃত্যু মামলায় তদন্ত সিটে আরও দুই আইপিএস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার নব মহাকরণেই বসবে আদালত, ২৫ আগস্টেই আনুষ্ঠানিকভাবে বিল্ডিং হস্তান্তর

আপডেট : ২১ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম প্রতিবেদক: আগেই ঠিক হয়েছিল নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে বসবে আদালত। তার জন্য সেখানে থাকা দফতরগুলি আগেই সরানোর প্রক্রিয়া শুরু হয়। এবার সব ঠিকঠাক থাকলে আগামী ২৫ আগস্টেই নব মহাকরণের একটি বড় অংশের দায়িত্ব কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেবে রাজ্য সরকার। রাজ্যের হয়ে তা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আদালতের আধিকারিক ও বেশ কয়েকজন বিচারপতি।

কলকাতা হাইকোর্ট-সহ বেশ কয়েকটি আদালতের পরিবেশ ক্রমশ ঘিঞ্জি হয়ে পড়েছিল। তাই রাজ্যের কাছে বিকল্প স্থানের জন্য আবেদন করেছিল আদালত কর্তৃপক্ষ। জানা গিয়েছে, আদালতের কাজের সুবিধার জন্য প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গা প্রয়োজন ছিল। একইসঙ্গে সংশ্লিষ্ট আদালতগুলির কিছু শাখাও সরানো জরুরি হয়ে পড়েছিল। সেই গুরুত্ব বিবেচনা করেই নব মহাকরণের বড় অংশ রাজ্য সরকার তুলে দিচ্ছে আদালত কর্তৃপক্ষের হাতে। আগামী ২৫ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য সরকার নব মহাকরণকে আনুষ্ঠানিকভাবে আদালতের হাতে তুলে দেবে। অনুষ্ঠানটি হবে নব মহাকরণের ব্লক-বি-এর নবম তলায়।

আরও পড়ুন: সংখ্যালঘু নয় এমন আসনে সংরক্ষণ চালুর বিরুদ্ধে আদালতে যাচ্ছে মহারাষ্ট্রের সংখ্যালঘু সমাজ

প্রসঙ্গত, বামফ্রন্ট জামানায় রাজ্য সরকারের প্রায় সব সরকারি দফতর বসত মহাকরণে। কিন্তু সেখানে জায়গা হচ্ছিল না। সেই সমস্যার সমাধানের জন্য তৈরি করা হয়েছিল নব মহাকরণ বা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং।

আরও পড়ুন: ফয়জানের রহস্য মৃত্যুর কিনারা করতে আবাসিকদের ‘পলিগ্রাফ’ করাতে চায় সিট

সেখানে এতদিন পূর্ত, আইন-সহ একাধিক দফতর ছিল। এক থেকে সাততলা পর্যন্ত বসতেন কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, আধিকারিক। এবার সেখান থেকে আইন, আবাসন, জনস্বাস্থ্য কারিগরির মতো গুরুত্বপূর্ণ দফতরগুলিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজারহাট নিউ টাউনে। তবে শ্রম ও সমবায় দফতরের মতো বেশ কিছু দফতর নব মহাকরণ থেকেই পরিচালিত হবে বলে সূত্রের খবর। কারণ, এক থেকে ন’তলা পর্যন্ত আদালত কর্তৃপক্ষকে দেওয়া হলেও বাকি অংশ থাকবে রাজ্য সরকারের হাতেই।

আরও পড়ুন: বগটুই কান্ডে অভিযুক্তের রহস্যমৃত্যু মামলায় তদন্ত সিটে আরও দুই আইপিএস