০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পুতিন কন্যাদের ওপর এবার ইইউর নিষেধাজ্ঞা

ইমামা খাতুন
  • আপডেট : ৯ এপ্রিল ২০২২, শনিবার
  • / 64

পুবের কলম প্রতিবেদক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এছাড়া ইইউ’র সর্বশেষ এই নিষেধাজ্ঞায় আরো দু’শ লোককে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইউক্রেনে রুশ হামলার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শুক্রবার অফিশিয়াল তালিকা থেকে এ কথা জানা গেছে।

 

আরও পড়ুন: BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

তালিকায় অতিরিক্ত ১৮ কোম্পানীর নাম অন্তর্ভূক্ত করা হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশে এসব ব্যক্তি ও কোম্পানীর সম্পদ বাজেয়াপ্ত এবং ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আগেই পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুতিনের দুই মেয়ের নাম মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা। রুশ প্রেসিডেন্টের প্রাক্তন স্ত্রী লুদমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তারা। লুদমিলার সাথে পুতিনের ২০১৩ সালে বিয়ে হয় এবং বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন: আইন লঙ্ঘনের অভিযোগ, এক্স-এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

 

আরও পড়ুন: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়  নজরকাড়া সাফল্য কাশ্মীরি ইমাম কন্যাদের     

মার্কিন অর্থবিভাগ ক্যাটেরিনা টিখোনোভাকে একজন প্রযুক্তি এক্সিকিউটিভ হিসেবে চিহ্নিত করেছে। তার কাজকর্ম রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের জন্য সহায়ক। মারিয়া ভরোন্তোসভা রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত জেনেটিক রিসার্চ প্রোগ্রামে কাজ করেন। এটি ব্যক্তিগতভাবে পুতিন তত্ত্বাবধান করেন। এদিকে ইইউ’র সর্বশেষ এই নিষেধাজ্ঞায় পুতিনের বংশধরসহ মোট ২১৭ জনকে অন্তর্ভূক্ত করা হয়। এ নিয়ে মোট এক হাজার ৯১ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।

 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের অবরোধের তালিকা আবারো জোরদার করেছি। রাজনীতি এবং ব্যবসায়িক ক্ষেত্রের আরো লোককে অন্তর্ভূক্ত করেছি। তিনি আরো বলেন, ইউক্রেনে পুতিনের যুদ্ধে সমর্থনকারী রাজনৈতিক ও অর্থনৈতিক এলিটদের আমরা লক্ষ্যবস্তু করেছি।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুতিন কন্যাদের ওপর এবার ইইউর নিষেধাজ্ঞা

আপডেট : ৯ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এছাড়া ইইউ’র সর্বশেষ এই নিষেধাজ্ঞায় আরো দু’শ লোককে অন্তর্ভূক্ত করা হয়েছে। ইউক্রেনে রুশ হামলার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শুক্রবার অফিশিয়াল তালিকা থেকে এ কথা জানা গেছে।

 

আরও পড়ুন: BIG BREAKING: মণিপুরে জারি হল রাষ্ট্রপতি শাসন

তালিকায় অতিরিক্ত ১৮ কোম্পানীর নাম অন্তর্ভূক্ত করা হয়। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশে এসব ব্যক্তি ও কোম্পানীর সম্পদ বাজেয়াপ্ত এবং ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আগেই পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পুতিনের দুই মেয়ের নাম মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা। রুশ প্রেসিডেন্টের প্রাক্তন স্ত্রী লুদমিলা শেকরেবনেভার গর্ভজাত সন্তান তারা। লুদমিলার সাথে পুতিনের ২০১৩ সালে বিয়ে হয় এবং বিচ্ছেদ ঘটে।

আরও পড়ুন: আইন লঙ্ঘনের অভিযোগ, এক্স-এর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের

 

আরও পড়ুন: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়  নজরকাড়া সাফল্য কাশ্মীরি ইমাম কন্যাদের     

মার্কিন অর্থবিভাগ ক্যাটেরিনা টিখোনোভাকে একজন প্রযুক্তি এক্সিকিউটিভ হিসেবে চিহ্নিত করেছে। তার কাজকর্ম রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের জন্য সহায়ক। মারিয়া ভরোন্তোসভা রাষ্ট্রের অর্থায়নে পরিচালিত জেনেটিক রিসার্চ প্রোগ্রামে কাজ করেন। এটি ব্যক্তিগতভাবে পুতিন তত্ত্বাবধান করেন। এদিকে ইইউ’র সর্বশেষ এই নিষেধাজ্ঞায় পুতিনের বংশধরসহ মোট ২১৭ জনকে অন্তর্ভূক্ত করা হয়। এ নিয়ে মোট এক হাজার ৯১ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।

 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেছেন, আমরা আমাদের অবরোধের তালিকা আবারো জোরদার করেছি। রাজনীতি এবং ব্যবসায়িক ক্ষেত্রের আরো লোককে অন্তর্ভূক্ত করেছি। তিনি আরো বলেন, ইউক্রেনে পুতিনের যুদ্ধে সমর্থনকারী রাজনৈতিক ও অর্থনৈতিক এলিটদের আমরা লক্ষ্যবস্তু করেছি।