০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এই যুদ্ধ ন্যাটোর বিরুদ্ধে­ রাশিয়া

ইমামা খাতুন
  • আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 103

Russia, Ukraine and NATO

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘ইউক্রেনে নিশ্চিতভাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া– কিয়েভের বিরুদ্ধে নয়।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েঙ্কো মস্কোয় তরুণ রাজনীতিবিদদের এক সমাবেশে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ন্যাটোর পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের জনগণকে বিক্রি করে দিয়েছেন।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ না করলেও কিয়েভকে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও জ্বালানি সরবরাহ করে যাচ্ছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

রাশিয়া বারবার সতর্ক করে বলেছে, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহযোগিতাই এ যুদ্ধকে দীর্ঘায়িত করছে। পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্রের ভাণ্ডারে হামলা চালানোকে ‘ন্যায়সঙ্গত অধিকার’ বলে ঘোষণা করেছে মস্কো।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

ওদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন কিয়েভের প্রয়োজন অনুযায়ী ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যাবে কিন্তু ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে কোনও ঝামেলায় জড়াবে না।

এ সম্পর্কে রুশ প্রেসিডেন্টের ডেপুটি প্রধান কিরিয়েঙ্কো বলেন, ইউক্রেনে যতদিন পশ্চিমাদের স্বার্থ থাকবে ততদিন এই যুদ্ধ চলবে। তিনি স্পষ্ট করে বলেন, ন্যাটো জোটই ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এই যুদ্ধ ন্যাটোর বিরুদ্ধে­ রাশিয়া

আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘ইউক্রেনে নিশ্চিতভাবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া– কিয়েভের বিরুদ্ধে নয়।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েঙ্কো মস্কোয় তরুণ রাজনীতিবিদদের এক সমাবেশে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ন্যাটোর পক্ষে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের জনগণকে বিক্রি করে দিয়েছেন।

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো এই যুদ্ধে সরাসরি হস্তক্ষেপ না করলেও কিয়েভকে বিপুল পরিমাণ সমরাস্ত্র ও জ্বালানি সরবরাহ করে যাচ্ছে।

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

রাশিয়া বারবার সতর্ক করে বলেছে, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সহযোগিতাই এ যুদ্ধকে দীর্ঘায়িত করছে। পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্রের ভাণ্ডারে হামলা চালানোকে ‘ন্যায়সঙ্গত অধিকার’ বলে ঘোষণা করেছে মস্কো।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

ওদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন কিয়েভের প্রয়োজন অনুযায়ী ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যাবে কিন্তু ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে কোনও ঝামেলায় জড়াবে না।

এ সম্পর্কে রুশ প্রেসিডেন্টের ডেপুটি প্রধান কিরিয়েঙ্কো বলেন, ইউক্রেনে যতদিন পশ্চিমাদের স্বার্থ থাকবে ততদিন এই যুদ্ধ চলবে। তিনি স্পষ্ট করে বলেন, ন্যাটো জোটই ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে।