০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহাকাশে উৎপাদিত টমেটো আসছে পৃথিবীতে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার
  • / 14

পুবের কলম, ওয়েবডেস্ক: মহাকাশে জন্ম নেওয়া টমেটো ড্রাগন মহাকাশযানে চেপে পৃথিবীর দিকে আসছে। জানা গেছে, এই উৎপাদিত টমেটোগুলি আন্তর্জাতিক স্পেস স্টেশনের গবেষনাগারে জন্ম নিয়েছে। এই টমেটোগুলি পৃথিবীতে রফতানি করা হচ্ছে, এমনটাই নাসা সূত্রে খবর। মহাকাশের তাজা ফলমূল, শাক-সবজি জোগানোর তাগিদ ও সামান্য আয়োজনের মধ্যে দিয়ে পৃথিবীতে খাদ্যাভাব দূর করার অন্যতম উদ্যোগ ছিল মহাকাশচারীদের।

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) এ মহাকাশে জন্মানো টমেটো, ১৫ এপ্রিল স্পেসএক্সের সিআইএস-২৭, কার্গো সরবরাহকারি মহাকাশযানটিতে করে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে। মহাকাশযানটি সব মিলিয়ে ২০০০ কেজির পণ্য মহাকাশ থেকে পৃথিবীতে নিয়ে আসবে। যানটি সকাল ১০.৪৫ অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৮.১৫ নাগাদ পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করবে।

মহাকাশচারীরা একটি ব্লগে জানিয়েছেন, মহাকাশের স্পেস স্টেশনের ক্ষুদ্র গবেষনাগার গ্রীন হাউসে এই টমেটো উৎপাদন করেছেন। তিন দফায় ফলন হয়েছে। ৯০, ৯৭ ও ১০৪ দিন সময় লেগেছে। টমেটোগুলিকে হিমায়িত করে সেগুলির পুষ্টিগুণ বিচার করা হয়।
তাজা খাবার পেতে এই উদ্যোগ আগামীদিনে ভবিষ্যতে সুদূরপ্রসারী দিশা দেখাতে পারে বলে আশাবাদি নাসা।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আপাতত মজুত রাখা হবে সেগুলি। সেখান থেকে নমুনা সংগ্রহ করে গবেষনা এগিয়ে নিয়ে যাবেন বিজ্ঞানীরা।
টমেটোর পাশাপাশি জাপানের মহাকাশ গবেষণা সংস্থা, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তৈরি স্ফটিক আসছে মহাকাশ যানে। ওই স্ফটিক সৌরশক্তি উৎপাদন এবং বৈদ্যুতিন সামগ্রী তৈরিতে কাজে লাগবে। এ ছাড়াও মাইক্রোগ্র্যাভিটিতে ধমনীর বয়স সংক্রান্ত একটি গবেষণা চালাচ্ছে কানাডার মহাকাশ গবেষণা সংস্থা। তার কিছু নমুনাও আসবে পৃথিবীতে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহাকাশে উৎপাদিত টমেটো আসছে পৃথিবীতে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মহাকাশে জন্ম নেওয়া টমেটো ড্রাগন মহাকাশযানে চেপে পৃথিবীর দিকে আসছে। জানা গেছে, এই উৎপাদিত টমেটোগুলি আন্তর্জাতিক স্পেস স্টেশনের গবেষনাগারে জন্ম নিয়েছে। এই টমেটোগুলি পৃথিবীতে রফতানি করা হচ্ছে, এমনটাই নাসা সূত্রে খবর। মহাকাশের তাজা ফলমূল, শাক-সবজি জোগানোর তাগিদ ও সামান্য আয়োজনের মধ্যে দিয়ে পৃথিবীতে খাদ্যাভাব দূর করার অন্যতম উদ্যোগ ছিল মহাকাশচারীদের।

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন (আইএসএস) এ মহাকাশে জন্মানো টমেটো, ১৫ এপ্রিল স্পেসএক্সের সিআইএস-২৭, কার্গো সরবরাহকারি মহাকাশযানটিতে করে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসবে। মহাকাশযানটি সব মিলিয়ে ২০০০ কেজির পণ্য মহাকাশ থেকে পৃথিবীতে নিয়ে আসবে। যানটি সকাল ১০.৪৫ অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৮.১৫ নাগাদ পৃথিবীর উদ্দেশে যাত্রা শুরু করবে।

মহাকাশচারীরা একটি ব্লগে জানিয়েছেন, মহাকাশের স্পেস স্টেশনের ক্ষুদ্র গবেষনাগার গ্রীন হাউসে এই টমেটো উৎপাদন করেছেন। তিন দফায় ফলন হয়েছে। ৯০, ৯৭ ও ১০৪ দিন সময় লেগেছে। টমেটোগুলিকে হিমায়িত করে সেগুলির পুষ্টিগুণ বিচার করা হয়।
তাজা খাবার পেতে এই উদ্যোগ আগামীদিনে ভবিষ্যতে সুদূরপ্রসারী দিশা দেখাতে পারে বলে আশাবাদি নাসা।

ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আপাতত মজুত রাখা হবে সেগুলি। সেখান থেকে নমুনা সংগ্রহ করে গবেষনা এগিয়ে নিয়ে যাবেন বিজ্ঞানীরা।
টমেটোর পাশাপাশি জাপানের মহাকাশ গবেষণা সংস্থা, জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তৈরি স্ফটিক আসছে মহাকাশ যানে। ওই স্ফটিক সৌরশক্তি উৎপাদন এবং বৈদ্যুতিন সামগ্রী তৈরিতে কাজে লাগবে। এ ছাড়াও মাইক্রোগ্র্যাভিটিতে ধমনীর বয়স সংক্রান্ত একটি গবেষণা চালাচ্ছে কানাডার মহাকাশ গবেষণা সংস্থা। তার কিছু নমুনাও আসবে পৃথিবীতে।