০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ‘বিশ্ব ম্যানগ্রোভ দিবস’-এ দিঘা থেকে শুরু হল বৃক্ষ রোপণ কর্মসূচী

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার
  • / 96

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে প্রথম ‘বিশ্ব ম্যানগ্রোভ দিবস’-এর মাধ্যমে শুরু হল দিঘার উপকূলে বৃক্ষ রোপন কর্মসূচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দিঘা থেকে শুরু হয় এই কর্মসূচী। প্রায়  ৬৫ কিমি অর্থাৎ, হলদিয়া থেকে ওড়িশা প্রান্ত পর্যন্ত এই কর্মসূচী চলবে। আমফান, ইয়াস, ফনীর মতো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে উপকূলবর্তী অঞ্চলের মানুষ। এবার তাই উপকূল অঞ্চলকে রক্ষার করার উদ্দেশে শুরু হল ম্যানগ্রোভ বসানোর কাজ। রাজ্যের লক্ষ্য ৫ কোটি ম্যানগ্রোভ রোপন করে উপকূল অঞ্চলকে রক্ষা করা।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

সোমবার দিঘার ঝাউগেরিয়া মৌজাতে বন মহোৎসবের সূচনা করেন রাজ্যের মৎস্য মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা সভাধিপতি দেবব্রত দাস, জেলা বন আধিকারিক অনুপম সেন প্রমুখ।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, উপকূল রক্ষায় ১১১ টি প্রকল্প নেওয়া হয়েছে। আর এই প্রকল্পগুলি চালানোর জন্য ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, বন সংরক্ষণ কমিটি, স্বনির্ভর গোষ্ঠী ও পঞ্চায়েত নিয়ে করা হবে।

আরও পড়ুন: আদিবাসী ভাই-বোনেদের করম পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়-এর

জেলা বন আধিকারিক অনুপম সেন জানিয়ছেন, রাজ্যের নির্দেশে পূর্ব মেদিনীপুরে ম্যানগ্রোভ রোপনের কাজ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ৫৩০ হেক্টরে কাজ শুরু হল।

জেলা প্রশাসন দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, কাঁথি, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, তমলুক, কোলাঘাট ও পাঁশকুড়া থেকে এই কর্মসূচি শুরু করেছে। আগামিদিনে আরও ম্যানগ্রোভ রোপন প্রক্রিয়া বাড়ানো হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর উদ্যোগে ‘বিশ্ব ম্যানগ্রোভ দিবস’-এ দিঘা থেকে শুরু হল বৃক্ষ রোপণ কর্মসূচী

আপডেট : ২৬ জুলাই ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে প্রথম ‘বিশ্ব ম্যানগ্রোভ দিবস’-এর মাধ্যমে শুরু হল দিঘার উপকূলে বৃক্ষ রোপন কর্মসূচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী দিঘা থেকে শুরু হয় এই কর্মসূচী। প্রায়  ৬৫ কিমি অর্থাৎ, হলদিয়া থেকে ওড়িশা প্রান্ত পর্যন্ত এই কর্মসূচী চলবে। আমফান, ইয়াস, ফনীর মতো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে উপকূলবর্তী অঞ্চলের মানুষ। এবার তাই উপকূল অঞ্চলকে রক্ষার করার উদ্দেশে শুরু হল ম্যানগ্রোভ বসানোর কাজ। রাজ্যের লক্ষ্য ৫ কোটি ম্যানগ্রোভ রোপন করে উপকূল অঞ্চলকে রক্ষা করা।

আরও পড়ুন: Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

সোমবার দিঘার ঝাউগেরিয়া মৌজাতে বন মহোৎসবের সূচনা করেন রাজ্যের মৎস্য মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি। উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, জেলা সভাধিপতি দেবব্রত দাস, জেলা বন আধিকারিক অনুপম সেন প্রমুখ।

আরও পড়ুন: অযোগ্য চাকরিপ্রার্থীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, উপকূল রক্ষায় ১১১ টি প্রকল্প নেওয়া হয়েছে। আর এই প্রকল্পগুলি চালানোর জন্য ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন, বন সংরক্ষণ কমিটি, স্বনির্ভর গোষ্ঠী ও পঞ্চায়েত নিয়ে করা হবে।

আরও পড়ুন: আদিবাসী ভাই-বোনেদের করম পুজোর শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়-এর

জেলা বন আধিকারিক অনুপম সেন জানিয়ছেন, রাজ্যের নির্দেশে পূর্ব মেদিনীপুরে ম্যানগ্রোভ রোপনের কাজ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে ৫৩০ হেক্টরে কাজ শুরু হল।

জেলা প্রশাসন দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, কাঁথি, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, তমলুক, কোলাঘাট ও পাঁশকুড়া থেকে এই কর্মসূচি শুরু করেছে। আগামিদিনে আরও ম্যানগ্রোভ রোপন প্রক্রিয়া বাড়ানো হবে।